Pandit Bhajan Sopori: প্রয়াত প্রখ্যাত সন্তুর বাদক ভজন সোপারি
শারীরিক অসুস্থতার কারণে বেশকিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। চিকিৎসাধীন থাকাকালীনই মৃত্যু হয় তাঁর।
নিজস্ব প্রতিবেদন : সঙ্গীত জগতে ফের একটা খারাপ খবর। প্রয়াত প্রখ্যাত সন্তুর বাদক তথা সুরকার পণ্ডিত ভজন সোপারি (Pandit Bhajan Sopori)। সঙ্গীতশিল্পী বৃহস্পতিবার দুপুরে গুরুগ্রামে এক বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। শারীরিক অসুস্থতার কারণে বেশকিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। চিকিৎসাধীন থাকাকালীনই তাঁর মৃত্যু হয়।
পণ্ডিত ভজন সোপারি (Pandit Bhajan Sopori) মৃত্যুকালে রেখে গেলেন দুইপুত্র অভয় সোপারি ও সোরাভ সোপারি। তাঁরাও সন্তুরবাদক হিসাবে বেশ পরিচিতি পেয়েছেন।
আরও পড়ুন-KK Funeral: শেষযাত্রায় কেকে, শেষকৃত্য সম্পন্ন করলেন ছেলে নকুল
১৯৪৮ সালে কাশ্মীরের শ্রীনগরে জন্ম হয় পণ্ডিত ভজন সোপারি (Pandit Bhajan Sopori)র। ধ্রুপদী সঙ্গীতজগতে 'সন্তুর সন্ন্যাসী' নামে খ্যাতি ছিল তাঁর। শুধু সন্তুর বাদক হিসাবেই নয়, তিনি বহু মৌলিক সুরের স্রষ্টা ছিলেন। তাঁর সঙ্গীত কেরিয়ারে রয়েছে একাধিক পুরস্কার। ২০০৪ সালে পদ্মশ্রী পান পণ্ডিত ভজন সোপারি (Pandit Bhajan Sopori)। এছাড়া ১৯৯২ সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং জম্মু-কাশ্মীর সরকারের তরফে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত এবং দাদাু এস সি সোপারি এবং বাবা শম্ভুনাথ সোপারির কাছে তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলেন।