KK Funeral: শেষযাত্রায় কেকে, শেষকৃত্য সম্পন্ন করলেন ছেলে নকুল

Jun 02, 2022, 17:25 PM IST
1/6

শেষযাত্রায় কেকে

KK Funeral

এমনটা হয়ত আশীতত ছিল না। তবুও নিয়তির নিষ্ঠুর পরিহাসে প্রিয় গায়ক কেকে-কে হারাতে হয়েছে। বৃহস্পতিবার মুম্বইয়ের ভারসোভার শ্মশানে কেকে-কে চোখের জলে বিদায় জানালেন তাঁর গুণমুগ্ধরা। 

2/6

বাবা কেকে-কে কাঁধ দিলেন ছেলে নকুল

Nakul at father kk's Funeral

এদিন কেকে-র শেষযাত্রার সময় প্রয়াত বাবার শবদেহ কাঁধে নিয়ে আগুনের মালসা হাতে তুলে নিতে দেখা যায় ছেলে নকুল কৃষ্ণ কুন্নাথকে।  

3/6

নকুল কৃষ্ণ কুন্নাথ

KK's son Nakul Krishna Kunnath

পঞ্চভূতে বিলীন হলেন কেকে। বৃহস্পতিবার ভেজা চোখে বাবার মুখাগ্নি করেন ছেলে নকুল কুন্নাথ। এছাড়া অন্যান্য আচার পালন করতে দেখা যায় ছেলে নকুলকে। 

4/6

কেকে-র স্ত্রী জ্যোতি

KK's wife jyothi kunnath

চোখের জল কিছুতেই বাধ মানে না, চিতার সামনে ভেঙে পড়েন কেকের স্ত্রী। ছিলেন গায়কের পরিবারের অন্যান্য সদস্যরা।   

5/6

কেকে-র অস্বাভাবিক মৃত্যু

KK's uncertain death

মঙ্গলবার নজরুলমঞ্চে অনুষ্ঠান করার পর অসুস্থ বোধ করেন কেকে। অনুষ্ঠান শেষে হোটেলে ফিরে গিয়ে ঘটে যায় অঘটন। তাঁর ম্যানেজারের দাবি অনুয়ায়ী, হোটেলের ঘরে ঢুকে তিনি পড়ে যান। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় মোমিনপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 

6/6

সিসিটিভি ভিডিয়ো

cctv video

নজরুলমঞ্চ থেকে যে হোটেলে তিনি ফিরেছিলেন সেই হোটেলের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে লবিতে বেশ অসুস্থভাবেই হেঁটে যাচ্ছেন শিল্পী। কিন্তু লিফটে তাঁকে ঝুঁকে পড়তে দেখা গিয়েছে। পরে হোটেলের ঘরে ঢুকে সোফায় বসতে গিয়ে পড়ে যান।