নিজস্ব প্রতিবেদন : অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষ হল ৭১ তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৮। গত ৮ মে থেকে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসব বেশকিছুদিন বিশ্বের নানান প্রান্তের চলচ্চিত্র শিল্পীদের উপস্থিতিতে সরগরম ছিল। এবার কে পাচ্ছেন পাম ডি'ওর বা স্বর্ণ পাম, কেই বা হচ্ছেন সেরা অভিনেতা, অভিনেত্রী, সেদিকেই নজর ছিল সবার। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে সেরা নির্বাচিত হলেন কারা, তা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এবার পাম ডি'অর বা স্বর্ণ পাম পুরস্কার পেয়েছেন জাপানি পরিচালক হিরোকাজু কোরে এডা। বাকি আর কারা কী পেলেন, চলুন দেখে নেওয়া যাক...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাম ডি'ওর - পরিচালক হিরোকাজু কোরে এডা ( ফিল্ম- শপলিফটারস)


গ্র্যান্ড প্রাইজ-  স্পাইক লি (ফিল্ম- ব্ল্যাকক্ল্যান্সম্যান)


জুরি পুরস্কার- নাদিন লাবাকি ( ফিল্ম-কেপারনাম)


বিশেষ পাম ডি'ওর- জঁ লু গদার (দ্যা ইমেজ বুক)


সেরা অভিনেতা- মারসেলো ফন্তে (ফিল্ম- ডগ ম্যান) 


সেরা অভিনেত্রী-  সামাল ইয়েসলিয়ামোভা ( ফিল্ম- মাই লিটল ওয়ান) 


সেরা পরিচালক- পাওয়েল পাওলিকোস্কি ( ফিল্ম- কোল্ড ওয়্যার)


সেরা চিত্রনাট্য- অ্যালিস রোওয়াকার (ফিল্ম- হ্যাপি অ্যাজ ল্যাজারো)


                       নেদার সেইভার (ফিল্ম- থ্রি ফেসেস)


ক্যামেরা ডি'ওঅর- লুকাস ধন্ট (গার্ল)


শর্ট ফিল্ম পাম ডি'অর- চার্লস উইলিয়াম (অল দিজ ক্রিয়েচারস)


                                ওয়ে শুজুন ( অন দ্যা বর্ডার)


শনিবার ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১০টা নাগাদ (কানের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টা) পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে কানের সমাপনী আসর। সেখানেই তুলে দেওয়া হয় এই পুরস্কার।


 
আরও পড়ুন-রাজবধূর সাজ বেত্তান্ত

 আরও পড়ুন-অভিনয় অতীত, ব্রিটিশ রাজপরিবারের ছোট বউ হলেন মেগান