সংলাপে আপত্তি, কিয়ারার `ইন্দু কি জওয়ানি`তে কাঁচি চালালো সেন্সর বোর্ড
ছবির নির্মাতাদের বেশকিছু সংলাপ বদলে ফেলতে বলেছে সেন্সর বোর্ড।
নিজস্ব প্রতিবেদন : কিয়ারা আডবাণী-আদিত্য শীল অভিনীত 'ইন্দু কি জওয়ানি'তে কাঁচি চালালো সেন্সর বোর্ড। ছবির বেশকিছু ডায়ালগে আপত্তি রয়েছে সেন্সর বোর্ডের। ছবির নির্মাতাদের সেন্সর বোর্ড বেশকিছু সংলাপ বদলে ফেলতে বলেছে বলে খবর।
জানা যাচ্ছে ছবির একটি দৃশ্যে 'হারামজাদে' শব্দটির পরিবর্তে আতঙ্কবাদী শব্দটি জুড়ে দেওয়া হয়েছে। দিল্লিতে মহিলাদের সুরক্ষা সম্পর্কিত একটি সংলাপ মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, একটি জায়গায় প্রকৃত সংলাপ বদলে করা হয়েছে, ''আজকাল মেয়েদের প্রতি এত অত্যাচার হচ্ছে তার কোনও জবাব তোমার কাছে আছে? সহিষ্ণুতার নামে তোমরা আদপে ভণ্ডামি করে বেরাচ্ছ।'' মুছে ফেলা হয়েছে, ''আপনে ঘোড়ে কো আস্তাবল মে থোড়ি রাখুঙ্গা'' সংলাপটি।
আরও পড়ুন-৩৫ বছর অবশেষে মুক্তি, পৃথিবীর 'সবচেয়ে নিঃসঙ্গ' হাতিকে উদ্ধারে পাকিস্তানে গায়িকা শের
এখানেই শেষ নয়, যৌন ইঙ্গিত রয়েছে, এমন কিছু শব্দও ছবি থেকে বাদ দিতে বলা হয়েছে বলে খবর।
'ইন্দু কি জওয়ানি' ছবিতে ইন্দুর ভূমিকায় দেখা যাবে কিয়ারা আডবাণীকে। ছবির গল্পে দেখা যাবে গাজিয়াবাদের মেয়ে ইন্দুর সঙ্গে ডেটিং সাইটের মাধ্যমে সমরের আলাপ। সমরের ভূমিকায় রয়েছেন আদিত্য শীল। সমর প্রথমে হায়দরাবাদ থেকে এসেছে জানালেও পরে জানা যাবে সে পাকিস্তানের নাগরিক। কিন্তু তারপর?
আরও পড়ুন-রিসেপশনে 'টুকুর টুকুর' গানে নাট্যকর্মীদের সঙ্গে নাচলেন মধুরিমা, দেখুন ভিডিয়ো
বাঙালি পরিচালক আবির সেনগুপ্তের এই ছবি মুক্তি পাবে ১১ ডিসেম্বর। ইতিমধ্যেই মন কেড়েছে 'ইন্দু কি জওয়ানি' ছবির গান।
আরও পড়ুন-নুসরতের ঘরের সামনে ফ্রাইং প্যান হাতে নিখিলের চিৎকার, ভিডিয়ো ঘিরে নেটদুনিয়া তোলপাড়