নিজস্ব প্রতিবেদন : বলিউডে যেন বিয়ের মরশুম চলছে। রণবীর সিং-দীপিকা পাডুকন, প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের নিয়ে কম চর্চা হয়নি। সম্প্রতি পরিচালক দিনেশ ভিজনও গাঁটছড়া বাঁধেন। ফিল্মি দুনিয়ার পাশাপাশি পিছিয়ে নেই টেলি টাউনও। ১২ ডিসেম্বর গোটা মুম্বই যখন ঈশা অম্বানি-আনন্দ পিরামলের বিয়ে নিয়ে ব্যস্ত, সেই সময় পঞ্জাবে গিয়ে দীর্ঘদিনের বান্ধবী গিনির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কপিল শর্মা। গিনি-কপিলের বিয়ের পর এবার ছাদনাতলায় গিয়ে চটপট সাতপাকে বাঁধা পড়ে গেলেন শ্বেতা বসু প্রসাদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : সুখবর দিলেন যুবরাজ সিং 



কি একটু গোলমেলে ঠেকছে নাকি নাম শুনে? 'মকড়ি'-র সেই ছোট্ট মেয়েটির কথা মনে আছে? হ্যা সেই শ্বেতা বসু প্রসাদ অর্থাত টেলিভিশনের জনপ্রিয় মুখ 'চন্দ্রনন্দিনী'-ই এবার বিয়েটা সেরে ফেললেন তাঁর মনের মানুষ রোহিত মিত্তলের সঙ্গে। 


আরও পড়ুন : সার্জিক্যাল স্ট্রাইকের সেই রাতে পাক অধিকৃত কাশ্মীরে কীভাবে ঢোকে ভারতীয় সেনা? প্রকাশ্যে ফুটেজ!


দেখুন ছবি...


 



সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতেই বিয়ের দিন সাজেন শ্বেতা বসু প্রসাদ। অর্থাত বিয়ের দিন এক্কেবারে বাঙালি বধূর মত করেই লালপেড়ে বেনারসী পড়ে সাতপাকে বাঁধা পরেন শ্বেতা। জানা যায়, দীর্ঘ ৬ বছরের সম্পর্কের পর অবশেষে রোহিত মিত্তলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন এই অভিনেত্রী। পরিচলক অনুরাগ কাশ্যপই নাকি শ্বেতা-রোহিতের সম্পর্কের মূল গাঁটবন্ধন তৈরি করেন।