সার্জিক্যাল স্ট্রাইকের সেই রাতে পাক অধিকৃত কাশ্মীরে কীভাবে ঢোকে ভারতীয় সেনা? প্রকাশ্যে ফুটেজ!

সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন তিনি 

Updated By: Dec 13, 2018, 07:08 PM IST
সার্জিক্যাল স্ট্রাইকের সেই রাতে পাক অধিকৃত কাশ্মীরে কীভাবে ঢোকে ভারতীয় সেনা? প্রকাশ্যে ফুটেজ!

নিজস্ব প্রতিবেদন : সার্জিক্যাল স্ট্রাইক যে  রাতে হয়, সেই রাতে আদতে কী হয়েছিল? পকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে কীভাবে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ ঘটায় ভারতীয় সেনা? রাতের অন্ধকারে পাক অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে, সেদিন যেভাবে একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা বা, এবার প্রকাশ্যে এল সেই ফুটেজ।

আরও পড়ুন : প্রিয়াঙ্কাকে 'ছেড়ে' চলে গেলেন নিক জোনাস?   

যে ভিডিওতে দেখা যাচ্ছে, মাথায় নাইটভিশন ক্যামেরা লাগিয়ে ক্রমশ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দিকে এগিয়ে যায় ভারতীয় সেনা। ভারতীয় সীমান্ত ঘেঁষে যেখানে পাক জঙ্গিদের অনবরত টহলদারিও চোখে পড়ে। কিন্তু, সবকিছুকে হেলায় তুচ্ছ করে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সেখানেকার একের পর এক জঙ্গি ঘাঁটি সেদিন গুঁড়িয়ে দেন ভারতের প্রবল পরাক্রমশালী জওয়ানরা। এবার সেই ফুটেজ দেখলে গায়ে কাঁটা দেবে আপনারও। কিন্তু, সবটাই ক্যামেরার কারিকুরিতে। অর্থাত বিকি কৌশলের পরবর্তী সিনেমা 'উরি'-তে আবার নতুন করে তৈরি করে তুলে হয়েছে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ।

আরও পড়ুন : কী এমন ঘটল যে ভেঙে পড়লেন নেহা কক্কর?

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে 'উরি : স্ট্রাইক ওয়ান'-এর প্রমোও শেয়ার করেন বিকি কৌশল।

 

দেখুন...

 

'উরি স্ট্রাইক ওয়ান'-এর যে প্রমো শেয়ার করেন বিকি, সেই প্রমোর শেষে ভেসে আসে পরেশ রাওয়াল-এর কণ্ঠস্বর। যেখানে তাঁকে বলতে শোনা যায়, 'ইয়ে নয়া হিন্দুস্থান হ্যায়, ইয়ে ঘর মে ঘুষেগা ভি, অউর মারেগা ভি'।

.