নিজস্ব প্রতিবেদন : করোনার জন্য গোটা দেশে লকডাউন। এই পরিস্থিতিতে গুরুতর অর্থনৈতিক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন টলিপাড়ার দৈনিক রোজগেরে টেকনিশিয়ানসরা। এবার তাঁদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন টলিপাড়ার তারকারাও। যদিও এর মূল উদ্যোক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই চেয়েছিলেন টেকনিশিয়ানসদের সাহায্যের জন্য কিছু উদ্যোগ নিতে। তাঁর ভাবনা থেকেই, টলিপাড়ার টেকশিয়ানসদের পাশে দাঁড়াতে স্বল্প দৈর্ঘ্যের একটি ছবি বানাতে চলেছেন পরিচালক অরিন্দম শীল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবিষয়ে Zee ২৪ ঘণ্টা ডট কমের তরফে পরিচালক অরিন্দম শীলের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, ''যাঁদের জন্য আমাদের এই অস্তিত্ব, সেই টেকনিশিয়ানস বন্ধুদের কথা ভেবেই এই কাজে এগিয়ে আসা। এই উদ্যোগটা নেওয়ার আগে আমরা ইতিমধ্যেই জুনিয়র আর্টিস্ট ও অভিনেতাদের জন্য ফান্ড কালেকশন করেছিলাম। তবে চাইছিলাম, কিছু একটি করে বড় অঙ্কের টাকা জোগাড় করতে। কারণ, যে পরিস্থিতির মধ্যে রয়েছি তাতে কতদিন এভাবে চলবে কিছুই বলা যাচ্ছে না। বহু সংখ্যক টেকনিশিয়ানসরা রয়েছেন, তাঁদের সাহায্য করা প্রয়োজন। এবিষয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়, উনি আমাকে একটা কনসেপ্ট দেন। সেখান থেকেই এই পরিকল্পনা করা হয়। কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর একটা গান বের হয়েছে, যেটায় কবীর সুমন সুর দিয়েছেন। আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেই সেই গানটা এই শর্ট ফিল্মে ব্যবহার করতে চলেছি। ওই গান থেকেই ঝড় থেমে যাবে একদিন, ছবিটির নাম দেওয়া হয়েছে।''


আরও পড়ুন-হোম কোয়ারেন্টাইনে কীভাবে কাটছে 'রাণী রাসমণি' দিতিপ্রিয়ার?


অরিন্দম শীল আরও জানান, ''এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটা করার জন্য অনেকেই এগিয়ে এসেছেন। তবে সমস্ত শিল্পীদের নিয়ে তো কাজ করা তো সম্ভব হবে না, তাঁদের মধ্যে কিছুজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সিঙ্গাপুর থেকে ঋতুপর্ণাও ফোন করে এই উদ্যোগের সঙ্গে থাকছেন বলে জানিয়েছেন। জিৎ-এর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছি। বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়), আবীর, পরম, কোয়েল, রুক্মিণী, মিমি, নুসরত, এরা সবাই তো রাজি হয়েই গিয়েছে। এটা একটা স্বল্প দৈর্ঘ্যের ছবি হবে। যার মাধ্যমে সচেতনতা প্রচারও হবে এবং এর সঙ্গে টাকা জোগাড় করাও হবে। আমাদের টার্গেট ১ কোটির বেশি জোগড় করা, তবে নূন্যতম ৫০ লক্ষ টাকা তুলতেই হবে। এবিষয়ে একটু আগেই আমার বুম্বা দার (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) সঙ্গে কথা হয়েছে। টেকনিশিয়ানস দের সাহায্য়ের জন্য সর্বপ্রথম এগিয়ে এসেছিলেন গৌতম ঘোষ, অপর্ণা সেন আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ওরাঁ ১ লক্ষ টাকা করে দেন। এছাড়া অন্যান্যরাও এগিয়ে এসেছেন। তবে আমরা চাইছি একটি বড় ফান্ড করতে। যাতে আগামী দিনে টেকনিশিয়ানস বন্ধুদের পাশে আমরা দাঁড়াতে পারি।''


পরিচালকের কথায়, ''এই শর্ট ফিল্মটি নিয়ে বিভিন্ন কর্পোরেট সংস্থার থেকেও সাড়া পাচ্ছি। যেমন সঞ্জীব গোয়েঙ্কার কাছ থেকে সাড়া পেয়েছি। সন্দীপ ভূতরিয়া নিজে ফোন করে ৩ লক্ষ টাকা দিতে চেয়েছেন।  প্রযোজক হিসাবে ক্যামেলিয়া সংস্থার প্রধান এন আর দত্ত ১০ লক্ষ টাকা দেবেন বলে ঘোষণা করেছেন। এইরকম সবাই এগিয়ে আসছেন।''


আরও পড়ুন-সিঙ্গাপুরেও লকডাউন, ৩৭ তলার ফ্ল্যাটে কীভাবে সময় কাটাচ্ছেন 'বন্দি' ঋতুপর্ণা?


গোটা ছবির শ্যুট যে যাঁর বাড়ি থেকেই করবেন বলেই বলেই জানিয়েছেন পরিচালক অরিন্দম শীল। তিনিও ভিডিয়ো কলের মাধ্যমেই এই ছবিটির নির্দেশনা দেবেন। ছবির সম্পাদনার দায়িত্বে রয়েছেন সংলাপ ভৌমিক, সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ।