নিজস্ব প্রতিবেদন : ​করোনা মহামারী যখন বিশ্ব জুড়ে থাবা বসিয়েছে, সেই সময় মার্কিন মুলুকে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাসের সঙ্গে  লস এঞ্জেলসের বাড়িতেই রয়েছেন পিগি। কোভিড ১৯-এর থাবায় যখন গোটা বিশ্বের থরহরি কম্প অবস্থা, সেই সময় মেয়ের অনুপস্থিতিতে ঝাড়খন্ডের বিভিন্ন গ্রামে ঘুরে সেখানকার মানুষদের সাহায্য করতে শুরু করেছেন প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ঋষি-ইরফানকে নিয়ে কুতসিত মন্তব্য, কামাল আর খানের বিরুদ্ধে ফুঁসে উঠল নেট জনতা


রিপোর্টে প্রকাশ, প্রিয়াঙ্কার মা মধু চোপড়া তাঁর বোনের সঙ্গে ঝাড়খন্ডের খারকই রিভার বেড এলাকা-সহ বেশ কয়েকটি ছোট ছোট গ্রামে ঘুরে, সেখানকার মানুষদের সাহায্য করতে শুরু করেছেন। সেখানকার মানুষদের মাস্ক, সাবান, ডাল, বিস্কুট, চাল, পেয়াজ, আলু, সরষের তেল দিয়ে পেট ভারনো এবং সুস্থ থাকার প্রয়োজনীয় জিনিষ দিয়ে আসেন। ঝাড়খন্ডের ওই ছোট গ্রামের মানুষদের লকডাউনের মাঝে যাতে অনাহারে থাকতে না হয়, সেই কারণে নিজের দায়িত্বে কাজ শুরু করেছেন মধু চোপড়া। অসহায় মানুষগুলোর পেট ভরানোর পাশাপাশি তাঁরা যাতে সুস্থ থাকেন, সেই ব্যবস্থাও করছেন অভিনেত্রীর মা।


আরও পড়ুন : অদৃশ্যে রয়েছেন ইরফান, জীবনের নৌকা এগিয়ে নিয়ে যাবেন কীভাবে, বললেন সুতপা


এদিকে করোনার প্রকোপে যখন বিশ্বজুড়ে কম্পন শুরু হয়েছে, সেই সময় ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শুরু করে গিভ ইন্ডিয়া, ফিডিং আমেরিকা, ইউনিসেফ-সহ একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার পাশে দাঁড়ান প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। বর্তমানে যে কঠিন সময় শুরু হয়েছে, তা একযোগে সবাইকে মিলেমিশে পার করতে হবে বলেও বার্তা দেন বলিউড অভিনেত্রী।