ঋষি-ইরফানকে নিয়ে কুতসিত মন্তব্য, কামাল আর খানের বিরুদ্ধে ফুঁসে উঠল নেট জনতা

নিজস্ব প্রতিবেদন : ​প্রথমে ইরফান খান, পরের দিন ঋষি কাপুর। শোক কাটিয়ে বলিউড যেন ছন্দে ফিরতে পারছে না কিছুতেই। তার মধ্যেই প্রয়াত দুই অভিনেতাকে নিয়ে আলটপকা মন্তব্য করায় বিতর্কের মুখে কামাল আর খান।

ঋষি কাপুরের মৃত্যুর পর যখন প্রায় গোটা দেশ শোকস্তব্ধ, সেই সময় আচমকাই ট্যুইট করে বসেন কামাল আর খান। তিনি কী লেখেন দেখুন...

 

কামাল আর খানের ওই মন্তব্যের পরই ক্ষোভে ফুঁসে ওঠে নেট জনতা। ইরফান খান এবং ঋষি কাপুরকে নিয়ে কীভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন কেআরকে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন প্রত্যেকে। শুধু তাই নয়, ইরফান খান এবং ঋষি কাপুরের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করায় শিগগিরই কেআরকে-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক বলেও দাবি করতে শুরু করেন অনেকে। আবার কেউ কেউ দাবি করতে শুরু করেন, কামাল আর খানের ট্যুইটার অ্যাকাউন্ট বরখাস্ত করে দেওয়া হোক।

দেখুন...

 

তবে এই প্রথম নয়, এর আগে একাধিকবার আলটপকা মন্তব্য করতে শুরু করেন কামাল আর খান। সম্প্রতি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্যকে বিয়ের প্রস্তাবও দিয়ে বসেন কেআরকে। যা নিয়েও তাঁকে পড়তে হয় জোর কটাক্ষের মুখে।

English Title: 
#SuspendKRK: Action against Kamaal R Khan's Twitter account after his insensitive statements against Irrfan Khan and Rishi Kapoor
News Source: 
Home Title: 

ঋষি-ইরফানকে নিয়ে কুতসিত মন্তব্য, কামাল আর খানের বিরুদ্ধে ফুঁসে উঠল নেট জনতা

ঋষি-ইরফানকে নিয়ে কুতসিত মন্তব্য, কামাল আর খানের বিরুদ্ধে ফুঁসে উঠল নেট জনতা
Yes
Is Blog?: 
No