নিজস্ব প্রতিবেদন : আগামী ১০ অগাস্ট মুক্তি পাচ্ছে ‘ক্রিসক্রস’। পরিচালক বীরসা দাসগুপ্তের এই সিনেমায় ৫ নারীর গল্প বলা হয়েছে। জীবনের ‘ক্রিসক্রস’-এর মধ্যে দিয়ে কীভাবে ৫ মহিলাকে এগিয়ে যেতে হয়, সেই গল্পই বলা হয়েছে বীরসার সিনেমায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ভাইরাল ঐশ্বর্যর সমকামী ভিডিও, তোলপাড় রুপোলি জগত


প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার, জয়া এহসান, মিমি চক্রবর্তী এবং নুসরতকে দেখা যাবে ‘ক্রিসক্রস’-এ। যেখানে কাউকে দেখা গিয়েছে সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে, আবার কাউকে দেখা গিয়েছে একজন ডাকাবুকো অভিনেত্রীর চরিত্রে। আবার কাউকে দেখা গিয়েছে গৃহবধূ হয়ে কীভাবে প্রতিদিনের জীবনে লড়াই করে তাঁকে এগিয়ে যেতে হচ্ছে। সবকিছু মিলিয়ে ‘ক্রিসক্রস’-এর লড়াকু গল্প নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত বাংলা সিনে দুনিয়া।


আরও পড়ুন : গর্জিয়াস অভিনেত্রী থেকে রুক্ষ শুষ্ক মুখ, ক্যান্সারের কামড়ে এ কেমন সোনালি


আর এবার সিনেমা মুক্তির আগে মেয়েদের জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরলেন সোহিনী, জয়া এহসান-রা। কখনও মেয়েদের চাকরি করা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। আবার কখনও বলা হয়, মেয়েরা অফিসে প্রমোশন পাওয়া মানে, কিছু তো সন্দেহজনক আছেই। আবার কখনও অফিসে মেয়েদের পোশাকআশাক নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়।


অর্থাত, ‘মেয়েরা তো শখে চাকরি করেন’, এমন মন্তব্যও করতে শোনা যায় অনেককে। কিন্তু, এবার সময় এসেছে সেই মানসিকতা পাল্টানোর। পুরুষের পাশাপাশি মহিলারাও কীভাবে কাধে কাধ মিলিয়ে এগিয়ে যাচ্ছেন, সেই মনের জোরকে এবার প্রকাশ্যে তুলে আনুন। মহিলাদের হেলাফেলা না করে, চাকরিক্ষেত্রে তাঁদেরও সমান গুরুত্ব দিন। এবার এমনই বার্তা দিলেন জয়া এহসান।


দেখুন সেই ভিডিও...



 


মহিলারা কীভাবে সমাজের সমস্ত বাধা বিপত্তিকে পিছনে ঠেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ‘ক্রিসক্রস’ এবার সেই গল্পই বলবে একেবারে অন্যরকমভাবে। আর তার আগেই সিনেমার নায়িকারা সরব হলেন মেয়েদের স্বাধীনতা নিয়ে।