জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি (Daniel Balaji)। জানা গিয়েছে, চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। শুক্রবার বুকে ব্যথার জন্য হাসপাতালে ভর্তি হন। মধ্যরাতে হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।  চিকিৎসকেরা জানায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স ৪৮ বছর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ড্যানিয়েল বালাজির শেষকৃত্য়ের জন্য তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে পুরাসাইওয়ালকামের বাসভবনে। অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর ফ্যানেরা। তামিল চলচ্চিত্রে শিল্পের জন্য একটি বড় ধাক্কা। 


আরও পড়ুন: Priyanka Sarkar-Umakant Patil: 'জওয়ান'-খ্যাত অভিনেতার সঙ্গে পর্দায় এবার প্রিয়াঙ্কা সরকার...


ড্যানিয়েল বালাজি অভিনয় জগতে ভিলেন চরিত্রের জন্য জনপ্রিয়। পরিচালক গৌথম মেনন এবং কমল হাসানের 'ভেট্টাইয়াদু ভিলাইয়াদু'- তে অমুধনের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। ছবিতে তাঁর আইকনিক ভিলেনের ভূমিকা সকলের নজর কেড়েছিল।


পরিচালক মোহন রাজা তাঁর এক্স হ্যান্ডলে বালাজিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। প্রয়াত অভিনেতার একটি ছবি শেয়ার করে লিখেছেন, 'খুবই দুঃখের খবর। ফিল্ম ইনস্টিটিউটে যোগ দেওয়ার ক্ষেত্রে তিনিই জন্য অনুপ্রেরণা ছিলেন। খুব ভালো বন্ধু। একসঙ্গে কাজ করা মিস করব। তাঁর আত্মার শান্তি কামনা করি।' 


কমল হাসানের অপ্রকাশিত 'মরুধুনায়গাম'-এ ইউনিট প্রোডাকশন ম্যানেজার হিসেবে বালাজি তাঁর কর্মজীবন শুরু করেন।  তিনি রাদিকা শরৎকুমারের 'চিঠি' দিয়ে ছোট পর্দায় পা রাখেন। টেলিভিশন সিরিয়ালে, তিনি ড্যানিয়েলের ভূমিকায় অভিনয় করেছিলেন। পরে তাঁর স্ক্রিন নাম হয়ে দাঁড়ায় ড্যানিয়েল বালাজি।


আরও পড়ুন: Parineeti Chopra: অন্তঃসত্ত্বা পরিণীতি! এবার মুখ খুললেন নায়িকা...


২০২২ সালে ড্যানিয়েল 'এপ্রিল মাধাথিল'-এ  তাঁর বড় পর্দায় ডেবিউ দেয়। এরপর একের পর এক ছবি তাঁর ঝুলিতে আসে। গৌতম মেনন এবং সুরিয়া-জ্যোতিকার 'কাখা কাখা'র ছবিটি তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। ড্যানিয়েল কিছু বিখ্যাত ছবির মধ্যে রয়েছে, 'ইয়েন্নাই অরিন্ধাল', 'আচ্ছাম ইয়েনবধু মাদামাইয়াদা', 'বৈরাভা', 'ভাদা চেন্নাই' এবং 'বিগিল'। অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল 'আরিয়াবন' ছবিতে।
তামিল সিনেমা ছাড়াও তিনি বেশ কয়েকটি মলয়ালম, তেলুগু এবং কন্নড় সিনেমায়ও অভিনয় করেছেন। 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)