Deepika Padukone| Pathaan: `পাঠান`-এর চূড়ান্ত সাফল্য, সাংবাদিক বৈঠকে চোখে জল দীপিকার...
Deepika Padukone| Pathaan: সিনেমা হলে দর্শকদের উচ্ছ্বাস দেখতে রবিবার বান্দ্রার একটি সিনেমা হলে পৌঁছে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এদিন সাংবাদিক বৈঠকে দেখা যায় দীপিকার চোখে জল। তার কারণ জানতে চাওয়ায় দীপিকা বলেন...
Deepika Padukone, Pathaan জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৫ দিনে ৫৪২ কোটি টাকা আয় করেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত পাঠান। ছবির এই সাফল্যের পর সোমবার প্রথমবার সাংবাদিক বৈঠকে হাজির পরিচালক সিদ্ধার্থ আনন্দ সহ শাহরুখ, দীপিকা ও জন। এই ছবির প্রচারে একবারের জন্যেও সাংবাদিকদের মুখোমুখি হয়নি টিম পাঠান। এদিনের সাংবাদিক বৈঠকে শাহরুখ জানান যে, ছবি শেষ করা আর মুক্তির মাঝে সময়ের অভাবেই মিডিয়াকে সাক্ষাৎকার দিতে পারেননি তিনি। এদিন কথোপকথনের মাঝেই শাহরুখের নামে ও পাঠানের নামে জয়ধ্বনি তোলেন ফ্যানেরা। ভক্তদের এতো ভালোবাসায় আবেগে ভাসেন দীপিকা।
আরও পড়ুন- Pathaan Box Office Collection: বক্স অফিসে সুনামি, ৫ দিনে ৫০০ কোটির ক্লাবে শাহরুখের ‘পাঠান’
সিনেমা হলে দর্শকদের উচ্ছ্বাস দেখতে রবিবার বান্দ্রার একটি সিনেমা হলে পৌঁছে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এদিন দীপিকার চোখে জল দেখে তার কারণ জানতে চাওয়ায় দীপিকা বলেন, ‘এটা খুশির অশ্রু। অসাধারণ অনুভূতি। সবাই আমাদের ভালোবাসা দিচ্ছে। এতদিন পর একটা ছবি মুক্তি পেল। যেদিন সিনেমা রিলিজ হল সেদিনই আমি সিনেমা হলে যেতে চেয়েছিলাম। আমি এই ভালোবাসাটা অনুভব করতে চেয়েছিলাম। এই ধরনের ছবি মানুষকে খুশি দেয় ও তাঁদের একত্রিত আসতে সাহায্য করে। ছবির প্রতি সবার উচ্ছ্বাস দেখে মনে হচ্ছিল, এটা যেন কোনও উৎসব। এটা অসাধারণ। যখন আপনি সততার সঙ্গে কাজ করেন, মাথা নিচু করে শুধু কাজটাই করেন, এবং তারপর এই প্রশংসা পান, সেটা সত্যিই ঐ কাজের যোগ্য পাওনা।’
প্রসঙ্গত, মুক্তির পাঁচদিনে প্রায় প্রতিদিনই কোনও না কোনও রেকর্ড ভেঙেছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। সোমবার ছয়দিনে পা দিল এই ছবি। মাত্র ৫ দিনেই ৫০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে এই ছবি। ৫ দিনে সারা বিশ্ব জুড়ে এই ছবির আয় ৫৪২ কোটি টাকা। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের দাবি, এই ছবি ভারতে ব্যবসা করেছে ৩৩৫ কোটি ও ওভারসিজে ২০৭ কোটি টাকা। পাঠান ছবির হিন্দি ভার্সনটি ব্যবসা করেছে ২৭১ কোটি টাকা। তামিল ও তেলেগু ডাবিংয়ে এই ছবির আয় ৯.৭৫ কোটি টাকা। রবিবার এই ছবির টিকিট বিক্রি হয়েছে ৫৮ কোটির বেশি। ট্রেড অ্যানালিস্টরা ভেবেছিলেন, প্রথম পাঁচদিনেই এই ছবি ব্যবসা করে ফেলতে পারে ২০০ কোটি। কিন্তু ছবির মুক্তির সঙ্গে সঙ্গেই বোঝা যায়, সব রেকর্ড প্রায় ভেঙে দিতে বসেছে এই ছবি। শুধু ভারতেই নয়, 'পাঠান' রীতিমতো বক্স-অফিসে কালেকশনের সুনামি এনেছে পৃথিবীর সিনেমাবাজার জুড়েই। বিগত পাঁচদিনে ভারতে এই ছবির আয় যথাক্রমে বুধবার (৫৫ কোটি), বৃহস্পতিবার (৬৮ কোটি), শুক্রবার (৩৮ কোটি), শনিবার (৫১.৫০ কোটি) ও রবিবার (৫৮.৫০ কোটি)।