Viv Richards| Neena Gupta| Masaba Wedding: ভিভ রিচার্ডসের বিশেষ বার্তা থেকে নবদম্পতির চুম্বন, ভাইরাল মাসাবার রিসেপশনের ছবি...

Jan 30, 2023, 17:34 PM IST
1/8

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ে করলেন নীনা গুপ্তা ও ভিভিয়ান রিচার্ডসের একমাত্র কন্যা মাসাবা গুপ্তা। অভিনেতা সত্যদীপ মিশ্রকে বিয়ে করেন মাসাবা।  

2/8

পরিবারের সদস্যদের আশীর্বাদে আইনি বিয়ে করেন মাসাবা ও সত্যদীপ। মাসাবার বিয়েতে উপস্থিত ছিলেন বাবা ভিভ রিচার্ডস, মা নীনা গুপ্তা, নীনার স্বামী রাকেশ মেহেরা সহ পরিবারের সকলেই। বিয়েরদিন একেবারে সাবেকি লেহেঙ্গাতেই সেজেছিলেন মাসাবা ও সত্যদীপ।  

3/8

রিসেপশনে নীল ও কালো কম্বিনেশনের পোশাকে সেজেছিলেন মাসাবা। ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে নজর কেড়েছে তাঁর দক্ষিণ ভারতীয় স্টাইলের বিনুনি।  

4/8

মাসাবার রিসেপশনে দুটি কেক কাটেন নব দম্পতি। সেই কেক তৈরি করেন মাসাবার এক বন্ধু। তিনি কেক কাটিংয়ের ভিডিয়ো শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।  

5/8

সেই ভিডিয়োতেই দেখা যায়, মেয়ের বিশেষ দিনে স্পেশাল স্পিচ দিচ্ছেন নীনা ও ভিভ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো।  

6/8

কেক কাটার পরেই একে অপরের ঠোঁটে ঠোঁট রাখেন মাসাবা ও সত্যদীপ। মুহূর্তে ভাইরাল হয় সেই ছবি।  

7/8

এদিন রিসেপশনের পরে মিডিয়ার উপস্থিত ব্যক্তিদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিলেন মাসাবা ও সত্যদীপ।  

8/8

এদিন মাসাবার রিসেপশনে হাজির ছিলেন তাঁর দুই বন্ধু সোনম কাপুর ও দিয়া মির্জা।