নিজস্ব প্রতিবেদন: ১০০ কোটির ক্লাবে পৌঁছে গেল অজয়-কাজল-সইফ জুটির ছবি 'তনাজি: দ্যা আনসাং ওয়ারিয়র'। গত ১০ জানুয়ারি মুক্তি পায় এই ছবি। ১৫ জানুয়ারি বুধবার এই ছবির ব্য়বসা ১০০ কোটির ব্যবসা ছুঁয়ে ফেলে। তনাজি ১০০ কোটি ছুঁয়ে ফেলার কথা টুইট করে জানান ফিল্ম সমালোচক তরণ আদর্শ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০২০ সালের প্রথম ছবি হিসাবে অজয়-কাজল-সইফ জুটির তনাজি ১০০ কোটির ব্যবসা ছুঁলো। যেকথা টুইট করে জানিয়েছেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ।


আরও পড়ুন-কাছের মানুষের সঙ্গে একান্তে মেঘালয় ভ্রমণে নুসরত, কারসঙ্গে গিয়েছেন অভিনেত্রী?



গত শুক্রবার তনাজির বক্স অফিস কালেকশনের পরিমান ছিল ১৫.১০ কোটি টাকা। শনিবার, রবি,সোম, ও মঙ্গলবার এই ছবির ব্যবসার পরিমান ছিল যথাক্রমে ২০.৫৭,  ২৬.২৬, ১৩.৭৫,  ১৫.২৮ কোটি টাকা। সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে তা হল ৯০.৯৬ কোটি টাকা।



ইতিমধ্যেই উত্তরপ্রদেশে 'তনজি: দ্য আনসাং ওয়ারিয়র' ছবিটিকে করমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অজয় দেবগণ।



অন্যদিকে এই জায়গায় দাঁড়িয়ে 'ছপক'-এর বক্স অফিস কালেকশন কিন্তু অনেকটাই কম। ছপক ছবিটি মোট বক্স অফিস কালেকশ হল ২৩.৯২ কোটি টাকা। 


আরও পড়ুন-'গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি', মাফিয়া কুইনের বেশে নজর কাড়া আলিয়া