নিজস্ব প্রতিবেদন: 'কবীর'-এর পর নিজের প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি 'হৈচৈ আনলিমিটেড'-এ ফের পুরনো মেজাজে ফিরতে চলেছেন দেব। খুব শীঘ্রই শুরু হবে এই ছবির শ্যুটিং। তার আগে উজবেকিস্তানের সঙ্গে চুক্তি সাক্ষর করল দেবের প্রযোজনা সংস্থা। চুক্তি সাক্ষরের সময় উজবেকিস্তানের তরফে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক প্রধান।চুক্তি অনুযায়ী 'হৈচৈ আনলিমিটেড' সহ দেবের প্রযোজনা সংস্থার বেশ কয়েকটি ছবি বিদেশি ভাষায় মুক্তি পাবে উজবেকিস্তানে। তবে শুধু উজবেকিস্তানেই নয় রাশিয়া সহ বেশ কয়েকটি দেশেও মুক্তি পেতে চলেছে ছবিগুলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'দঙ্গল'-এর মত হিন্দি ছবি, কিংবা বাহুবলীর মত ছবি বিদেশে মুক্তি পাওয়ার কথা তো শোনাই যায়। তবে বাংলা ছবির বিদেশে মুক্তি পাওয়ার কথা খুব বেশি শোনা যায় না। বিশেষ করে তথাকথিত বানিজ্যিক বাংলা ছবির বিদেশে মুক্তির কথা তো সেভাবে শোনা যায় না। তবে দেবের প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি 'হৈচৈ আনলিমিটেড' এবার সেটাই করে দেখাতে চলেছে। 


তবে 'হৈচৈ আনলিমিটেড' ছবিতে দেবের বিপরীতে এবার রুক্মিনী মৈত্রকে নয়, দেখা যাবে মিমি চক্রবর্তীকে। দেব এন্টারটেইনমেন্ট ভেনচার্সের এই চতুর্থ ছবিতেও কাজ করছেন প্রিয়াঙ্কা সরকার।


আরও পড়ুন-দৃষ্টিকোণ সফল হলে কৃতিত্ব শিবপ্রসাদেরও, মনে করেন কৌশিক গাঙ্গুলি