করোনা আক্রান্ত পরিচালক Leena Ganguly
`খড়কুটো`, `শ্রীময়ী`, `নকসী কাঁথার` মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকের পরিচালক লীনা...
নিজস্ব প্রতিবেদন : ফের টলিউডে করোনার থাবা। এবার করোনা আক্রান্ত পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, গত মঙ্গলবার পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়র Covid-19 টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। পরিচালকের করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন চলচ্চিত্র জগতের শিল্পী ও তাঁর সহকর্মীরা। কিছুদিন আগেই শন বন্দ্যোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তের করোনা আক্রান্তের খবর মিলেছিল।
গত ২০ মার্চ লীনা গঙ্গোপাধ্যায় ফেসবুকে লেখেন, তিনি অসুস্থ, আর সেকারণে ফোন ধরতে পারছেন না। পরে জানা যায়, তিনি করোনা আক্রান্ত। পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর সহকর্মীরা।
প্রসঙ্গত টেলিভিশনে 'খড়কুটো', 'শ্রীময়ী', 'নকসী কাঁথার' মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকের কারণে টেলিভিশনের দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন পরিচালক। তারও আগে 'ইষ্টি কুটুম', 'জল নূপুর', 'ইচ্ছে নদী'র মতো বহু জনপ্রিয় ধারাবাহিকের পরিচালক ছিলেন তিনি। সাম্প্রতিককালে তাঁর পরচালিত 'শ্রীময়ী' ধারবাহিকটি শীঘ্রই হিন্দিতেও শুরু হওয়ার কথা ছিল। তবে শুধু টেলিভিশনের পর্দাতেই নয়, সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, সুপারস্টার দেব, পাওলি দামকে নিয়ে 'সাঁঝবাতি'র মত ছবিও বানিয়েছেন পরিচালক। আবার আদিল হোসেন, পাওলি দাম-কে নিয়ে বানিয়েছেন 'মাটি'। 'ভালো থেকো' ছবির চিত্রনাট্যকারও ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়।