নিজস্ব প্রতিবেদন : পর্নোগ্রাফি (Pornography) কাণ্ড নিয়ে তোলপাড় বলি থেকে টলিপাড়া। পুলিস সূত্রে যে খবর উঠে আসছে তাতে বিভিন্ন মডেলিং অভিনয় দুনিয়ার সঙ্গে যুক্ত কিছু নাম পর্নোগ্রাফি তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছেন। অভিযুক্তদের নামের সঙ্গে 'মডেল', 'অভিনেত্রী' কথাগুলো ব্যবহার করা হচ্ছে। আর এতেই আপত্তি সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty), জয়া আহসান (Jaya Ahsan), রাফিয়াত রশিদ মিথিলার (Rafiath Rashid Mithila) মতো তারকাদের। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সরব হয়েছেন তাঁরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার এবিষয়ে বাংলাদেশের 'অভিনয়শিল্পী সংঘ'-র তরফে করা একটি পোস্ট তুলে ধরে নিজের মতামত ব্যক্ত করেছেন জয়া আহসান (Jaya Ahsan)। লিখেছেন, ''ব্যাক্তিগত পরিচয়, প্রভাব, কখনো বাহ্যিক সৌন্দর্য, কিছু ক্ষেত্রে কপালের জোড়ে দু- একটি বিজ্ঞাপন বা নাটকে কাজ করলেই তাকে মডেল বা অভিনেত্রী বলা যায় কি না সেই ভাবনাটা জরুরী হয়ে উঠছে।'' জয়ার কথায়, ''অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ কোন  টাইম পাসিং সোশ্যাল প্লাটফর্মে, ফ্রেন্ডলি মেইড ভিডিওতে অভিনয় করেছেন, মডেল হিসেবে হয়তো ছবি আছে বাসার পাশের কোন টেইলরের দোকানে অথবা একটা দুটো বিলবোর্ডে, সেও সোশ্যাল মিডিয়াতে নিজেকে অ্যাক্টর বা মডেল দাবী করছেন। অথচ মডেল বা অভিনেতা/অভিনেত্রী হয়ে ওঠার জন্য যে নিষ্ঠা, একাগ্রতা, জ্ঞান, দর্শন, প্রস্তুতি, সামাজিক ও পেশাদার দায়বদ্ধতা প্রয়োজন সেসবের  কিছুই তার নেই। আবার হুট করে এসেও কেউ মডেল বা অভিনেতা হয়ে ওঠেননা তাও না।  সেক্ষেত্রে শতভাগ একাগ্রতার সঙ্গে নিজেকে তৈরি করতে হয় আরো ভাল কাজের জন্যে এবং শিল্পী হিসেবে পরিপূর্ণতার দিকে এগিয়ে যাবার জন্য।''


আরও পড়ুন-দালের মেহেন্দির বাড়িতে জমিয়ে খানাপিনা, আমন্ত্রিত Mika Singh ও Kapil Sharma


জয়ার (Jaya Ahsan) বক্তব্য, যেকোনও কাউকে মডেল, অভিনেত্রীর তকমা দিয়ে দেওয়ায় এই পেশা সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। জয়া লিখেছেন,  ''প্রায়শই আত্মীয়, বন্ধুবান্ধবের কাছ থেকে শুনতে হয়, দেখলাম তোমাদের এক মডেল/অভিনেতা এই কুকর্ম করেছে।'' আর তাতেই আপত্তি আপত্তি জয়ার সেকারণেই তাঁর অনুরোধ, ''যেকোনও কাউকে অভিনেতা, অভিনেত্রী কিংবা মডেলের তকমা দেবেন না।'' 



প্রসঙ্গত, সম্প্রতি পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রা, গহনা বশিষ্ঠ, শার্লিন চোপড়া, সহ একাধিক জনের নাম। আপাতত এই মামলায় রোজই নতুন নতুন তথ্য উঠে আসছে। তবে পুরো বিষয়টিই এখনও বিচারাধীন। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)