নিজস্ব প্রতিবেদন: তাঁর পরিচালিত কমেডি ওয়েব সিরিজ, 'ড: টি পে ধর'- এর জন্য বেশ আলোচনায় উঠে এসেছিলেন পরিচালক প্রদীপ মিস্ত্রি। এবার এক্কেবারেই অন্য ছাঁচের ছবি বানাতে চলেছেন পরিচালক। তাঁর নতুন ছবির নাম 'সুন্দরবনের গপ্পো'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরিচালকের কথায়, 'সুন্দরবনের গপ্পো ছবিটি তাঁর আগের ছবির থেকে এক্কেবারেই আলাদা। এখানে আবেগ রয়েছে। দুই শিশুর সঙ্গে সুন্দরবনের জঙ্গলের একটা অদ্ভুত বন্ধন তুলে ধরা হয়েছে এই ছবিতে, আঁকা হয়েছে সুন্দরবনের সাধারণ বাসিন্দাদের জীবনযাপন এর ছবি। তাঁরা কীভাবে প্রতিনিয়ত প্রতিকূলতার মধ্যে দিয়ে দিন কাটান, ডাকাতদের আক্রমণ থেকে গরু পাচারকারীদের হামলা সবকিছুই সইতে হয় তাঁদের। এক্ষেত্রে সুন্দরবন নিয়ে আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করেই এই ছবিটি বানাচ্ছি। আশা করি, এটা মানুষের ভালো লাগবে। '


আরও পড়ুন-'স্মৃতিশক্তি হারিয়েছিলাম', মুখ খুললেন দিশা


 


প্রদীপ মিস্ত্রি পরিচালিত 'সুন্দরবনের গপ্পো' মুক্তি পাবে আগামী বছর। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শ্যুটিং।


আরও পড়ুন-৩৯ তম মৃত্যু দিবস, ফিরে দেখা মহানায়ককে




এই ছবিতে অভিনয় করেছেন অভিনাশ রাই, রোহিনী সেন, দেবেশ রায় চৌধুরী, শান্তিলাল মুখোপাধ্যায়, শান্তনু দাস সহ অন্যান্যরা। ছবির প্রযোজনা করছে ডেস্টিনেশন পিকচার ও শ্রীকৃষ্ণ ইন্টারন্যাশনাল ফিল্মস, ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেব নয়ন ভট্টাচার্য।


আরও পড়ুন-জয় শ্রী রাম পরিণত হয়েছে রণনাদে, আশঙ্কার কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বুদ্ধিজীবীদের