জয় শ্রী রাম পরিণত হয়েছে রণনাদে, আশঙ্কার কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বুদ্ধিজীবীদের

 এই চিঠিতে সই রয়েছে মণিরত্নম, অনুরাগ কাশ্যপ, আদুর গোপাল কৃষ্ণণ, বিনায়ক সেন সহ আরও অনেকের।

Updated By: Jul 24, 2019, 02:42 PM IST
জয় শ্রী রাম পরিণত হয়েছে রণনাদে, আশঙ্কার কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বুদ্ধিজীবীদের

নিজস্ব প্রতিবেদন: অসহিষ্ণুতা ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন বুদ্ধিজীবীরা। গণপিটুনিতে মৃত্যু, জয় শ্রী রাম ধ্বনি নিয়ে বাড়াবাড়ির অভিযোগ এনে সরব বুদ্ধিজীবারা। প্রধানমন্ত্রীকে পাঠানো এই চিঠিতে সই রয়েছে মণিরত্নম, অনুরাগ কাশ্যপ, আদুর গোপাল কৃষ্ণণ, বিনায়ক সেন সহ আরও অনেকের।

অসহিষ্ণুতা ইস্যুতে এই চিঠিতে এরাজ্য থেকে সই করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, কৌশিক সেন, গৌতম ঘোষ, অনুপম রায় সহ আরও অনেকেই।

এই চিঠি প্রসঙ্গে নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন Zee ২৪ ঘণ্টাকে জানান, '' আমরা জানিয়েছি, এই জয় শ্রী রাম ধ্বনি তুলে সংখ্যা লঘুদের পেটানো বন্ধ হোক। যে কোনও ছুতোয় তাঁদের ভয় পাইয়ে দেওয়া, গরুচোর প্রমাণিত করে কিংবা গোরক্ষার নামে, ছেলেধরার নামে তাঁদেরকে আক্রমণ করা বন্ধ হোক।যাঁরা খুব নিরীহ, অর্থনৈতিক ভাবে দুর্বল তাঁদেরকেও আক্রমণ করা হচ্ছে। যাঁরা এর প্রতিবাদ করছেন তাঁদেরকে বলা হচ্ছে দেশদ্রোহী। এই বাতাবরণ আমাদের দেশের সংস্কৃতি, সংবিধানের বিরোধী। আশাকরি আমদের মাননীয় প্রধানমন্ত্রী এর বিরুদ্দে ব্যবস্থা নেবেন, শুধু সংসদে বললে হবে না কাজেও করে দেখাতে হবে।''

এবিষয়ে পরমব্রত চট্টোপাধ্যায় Zee ২৪ ঘণ্টাকে জানান, ''এই চিঠিতে আমরা যাঁরা সই করেছি, তাঁদের সকলেরই মাননীয় প্রধানমন্ত্রীকে আর্জি, আমাদের দেশের যে গণতান্ত্রিক বাতাবরণের জন্য আমরা গর্বিত, সেই বাতাবরণকেই বেশকিছু বিষয় বিব্রত করছে সে ক্ষেত্রে যাতে পদক্ষেপ করা হয়। আমরা সচেতন নাগরিক হিসাবে এই চিঠি পাঠিয়েছি, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। ''

এবিষয়ে জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা ঋদ্ধি সেন Zee ২৪ ঘণ্টাকে জানান, '' আমাদের চারপাশে যে হিংসা দেখছি, সেবিষয়ে আমাদের প্রজন্মের মনেও একটা প্রশ্ন রয়েছে। ভারতবর্ষকে আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ বলে। আর সেখানে এখন প্রতিনিয়ত বোঝানো হচ্ছে ভারতবর্ষ কোনওদিনই ধর্ম নিরপেক্ষ ছিল না। বর্তমান সমীক্ষায় চলতে থাকা এই হিংসার যে পরিসংখ্যান রয়েছে সেটা দেখলে চমকে যাওয়ার মতো। সেখান থেকেই আমার মনে হয়েছে আমদের এই কয়েকজনের সই যদি সাধারণ মানুষকে নাড়া দেয়, তাঁরাও যদি প্রশ্ন তুলতে শুরু করেন, একটা শান্তির বাতাবরণ তৈরি হয় তাহলে কোথাও একটা সমাধানের পথে যেতে পারে। ''

.