জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বজনপোষণ বিষয়টি বলিউডে বেশ কিছু সময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আসছে। প্রখ্য়াত বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং তাঁর ছবিতে কাজ হারানোর প্রসঙ্গে স্বজনপোষণের কথা উল্লেখ করেছেন। যদিও তিনি এই বিষয়ে বিরক্তি প্রকাশ করেননি। কারণ তার মতে যারা সেলিব্রিটির সন্তান তারা বেশী সুযোগ পায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Mangey Khan passes away: 'অপারেশনের পর দেখা হবে'...কথা রাখা হল না, না ফেরার দেশে মাঙ্গে খান


সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার এক পডকাস্টে তিনি বলেছেন, ভবিষ্য়তে যদি দরকার হয় তিনিও তার সন্তানদের ছবিতে কাজ পেতে সাহায্য় করবে। তিনি আরও বলেন স্বজনপোষণই বাস্তব আর মানুষ যত তাড়াতাড়ি এটা মেনে নিতে পারবে ততই ভালো। তিনি বলেছেন 'স্বজনপোষণ তিক্ততা সৃষ্টি করে। তবে এটা শুধুই ছবির জগতে সীমাবদ্ধ নেই। সুযোগ বিভিন্ন মাধ্য়ম থেকে আসতে পারে,হতে পারে তা চিকিৎসা বিষয়ক...আমি এটাই জীবনের অঙ্গ বলে মনে করি...এই ব্য়াপারটা আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারব...আমাদের এগিয়ে যাওয়ার পথে সেটা মঙ্গল।'


আরও পড়ুন- Shah Rukh Khan: শাহরুখের প্রথম সিনেমা 'দিওয়ানা'? ভুল জানেন, অরুন্ধতী রায়ের ফিল্মে সমকামী চরিত্রও করেছেন বাদশা!


রাকুল প্রীত কারোর নাম না করে আরও বলেন যে ভবিষ্যতে তার সন্তান সাহায্য চাইলে তিনি অবশ্যই করবেন, কারণ তিনি যে লড়াই টা করেছেন সেদিকে তার সন্তান কে কখনোই ঠেলে দেবেন না।পাশাপাশি যে ছেলেমেয়েরা সহজেই সুযোগ হাতে পায় তার পিছনে তাদের বাবা মায়েদের কঠিন পরিশ্রমের বীজ থাকে। তিনি বলেন তার বাবা একজন সৈনিক ছিলেন এবং তাকে তিনি তাঁর অভিজ্ঞতার বিষয়ে বলেছেন।সুতরাং স্বজনপোষণ তার কাছে খুব বড় বিষয় নয়। তবে এটা বাস্তব যে তার কাছ থেকে ছবি কেড়ে নেওয়া হয়েছে...কিন্তু তিনি কখনোই এই বিষয় তিক্ত মনোভাব দেখাতে পারবেন না কারণ তিনি এই শিক্ষা তাঁর বাবার থেকে পাননি। 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)