নিজস্ব প্রতিবেদন : অন্যবারের মতো নয়, এবছর ইদটা এক্কেবারেই অন্যভাবে কাটালেন সল্লু। ইদে ৫ হাজার পরিবারের কাছে খাবার পৌঁছে দিলেন সলমন। এভাবেই অন্যদের থেকে অনেকটাই আলাদা ভাবে ইদ সেলিব্রেট করলেন ভাইজান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বরবরই তিনি উদারহস্ত। দেশে লকডাউনের শুরু থেকে দুঃস্থদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউডের 'ভাইজান'। দায়িত্ব নিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার দৈনিক রোজগেরে কলাকুশলীদের পরিবারে। প্রত্যেকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়েছেন। পাশাপাশি বিভিন্ন দুঃস্থ পরিবারের কাছে সমানে খাবার পৌঁছে দিয়ে চলেছেন সলমন। ইদেও তার অন্যথা হল না। ৫হাজার গরিব পরিবারের মুখে খাবার তুলে দিলেন ভাইজান। এখবরটি সলমনকে ধন্যবাদ জানিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন এক রাহুল এম কানাল নামে এক ব্যক্তি।


আরও পড়ুন-লকডাউনে বন্ধ কাজ, ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার কর্মীর পরিবারের দায়িত্ব নিলেন সলমন



এখানেই শেষ নয়, লকডাউনে নিজের বাগান বাড়ি সংলগ্ন জমিতে চাষের সবজি, ফলও বিতরণ করতে দেখা গিয়েছে ভাইজানকে। তবে শুধু খাবার বিতরণ নয়, ইদে সম্প্রতীর বার্তা ছড়িয়ে দিতে হিন্দু-মুসলিম ভাই ভাই বলে নিজের গাওয়া একটি গানও প্রকাশ করেছেন সলমন।


আরও পড়ুন-ইদে ভক্তদের জন্য সলমনের বিশেষ উপহার, নিজের গলায় গাইলেন 'হিন্দু-মুসলিম ভাই ভাই'