রণিতা গোস্বামী:  ইরফান খান, যিনি ভারতীয় চলচ্চিত্রের পাশাপাশি নিজের ছাপ রেখেছিলেন আন্তর্জাতিক ছবিতেও। ইরফানকে দেখা গিয়েছিল ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে তৈরি বাংলা ছবি 'ডুব' (No Bed of Roses)-এ। যে ছবির পরিচালক ছিলেন বাংলাদেশের আন্তার্জাতিক খ্যাতি সম্পন্ন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। তাই ইরফানের মৃত্যুতে শোকের ছায়া প্রতিবেশী দেশেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার ইরফান খানের মৃত্যুর খবর পেয়ে চমকে উঠেছিলেন পরিচালক ফারুকী। নিজের প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। ''খুবই হৃদয়বিদারক একটা খবর পেলাম।''


আরও পড়ুন-''ইরফান সকলের সঙ্গে মাটিতে বসেই খেতেন'', 'ডুব'-এ কাজ করার অভিজ্ঞতা জানালেন পার্নো



আরও পড়ুন-'বংশ নয়, কাজই আমার পরিচয়', একথা মেনে 'খান' পদবী বর্জন করেছিলেন ইরফান


এদিকে বুধবার Zee ২৪ ঘণ্টা ডট কমের তরফে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে যোগাযোগ করা হয়। ডুব ছবিতে ইরফান খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানতে চাইলে ফারুকী বলেন, '' ইরফানের সঙ্গে আমার আলাপ হয়েছিল বলিউডের নির্মাতা আনুপ সিং-এর মাধ্যমে। ইরফান অসাধারণ অভিনেতা। তবে ইরফান আমার কাছে শুধু অভিনেতা নন, উনি আমার কাছে একজন কবি ও দর্শনিক। কারণ, ওনার জীবনকে দেখার যে চিন্তাভাবনা, জীবন নিয়ে যে অনুভূতি, সেকারণেই আমার চোখে উনি দার্শনিক। ইরফান খান জীবনকে এত সুন্দরভাবে দেখতেন, সেটাই তাঁর অভিনয়ে ফুটে উঠতো। ইরফানের সঙ্গে মিশে ওনাকে আমার এক্কেবারে শিশুর মতো সরল মনে হয়েছে। ইরফান আমার কাছে ঘাসফুলের মতো। উনি কখনওই নিজেকে জাহির করতেন না। ''


ইরফানের সঙ্গে 'ডুব' শ্যুটিংয়ের একটি অভিজ্ঞতা প্রসঙ্গে ফারুকী বলেন, '' ইরফান আর আমি এবং অন্যান্যরাও শ্যুটিংয়ের ফাঁকে ক্রিকেট খেলতাম। তবে ইরফান আর আমি কিছুতেই আউট হয়েও আউট হতে চাইতাম না। এটা নিয়ে সেটের অনেকেই মজা করতো। আমাদের জন্য তাই তিনবার আউট হলে তবেই আউট, এই নিয়ম চালু হয়েছিল। আরও কত বলবো, অনেক স্মৃতি। খুব খারাপ লাগছে।'' 


আরও পড়ুন-''৬০০ টাকা জোগাড় করে উঠতে পারিনি, তাই ক্রিকেট খেলা হল না'', বলেছিলেন ইরফান


 বছর খানের আগে ইরফান যখন ক্যানসারের চিকিতসার জন্য লন্ডনে গিয়েছিলেন, তখনই শেষবার ফারুকীর সঙ্গে তাঁর দেখা হয়েছিল বলে জানা যায়।