'বংশ নয়, কাজই আমার পরিচয়', একথা মেনে 'খান' পদবী বর্জন করেছিলেন ইরফান

'একসময় নিজের নামের পাশ থেকে সেই খান পদবীই ত্যাগ করার কথা বলেছিলেন ইরফান। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 29, 2020, 07:50 PM IST
'বংশ নয়, কাজই আমার পরিচয়', একথা মেনে 'খান' পদবী বর্জন করেছিলেন ইরফান

নিজস্ব প্রতিবেদন : 'কাপুর' দের পর বলিউডে তাঁদের বিশেষ জায়গা করে নিয়েছে 'খান' পদবীর অভিনেতারা। এই পদবী গুলির সঙ্গে বংশ পরম্পরায় স্বজন পোষণের (Nepotism) অভিযোগ উঠেছে বহুবার।  তবে একসময় নিজের নামের পাশ থেকে সেই খান পদবীই ত্যাগ করার কথা বলেছিলেন ইরফান। 

 ২০১৬ সালে ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষৎকারে ইরফান জানিয়েছিলেন, ''আমি আমার নাম থেকে খান পদবী বাদ দিয়ে দিয়েছি। কারণ আমি চাই কাজই আমার পরিচয় হোক। বংশ পরিচয়ে নয়।''

আরও পড়ুন-''৬০০ টাকা জোগাড় করে উঠতে পারিনি, তাই ক্রিকেট খেলা হল না'', বলেছিলেন ইরফান

কেন 'খান' পদবী বাদ দিয়েছেন, সেপ্রশ্নের উত্তরে ইরফান বলেছিলেন, ''আমি যখনই আমার হোমটাউনে যাই তখনই অনেকের মধ্যে আলোচনা শুনি। অনেকেই দেখি বলেন, তাঁদের পূর্বপুরুষরা কী করেছেন। কীভাবে গর্বিত করেছেন। তাঁরা আসলে তাঁদের নিজেদের পছন্দের প্রতি দায়বদ্ধ নন। এটা আমার খুবই খারাপ লাগে। কেন আমরা অতীত নিয়ে বেঁচে থাকবো। আমরা যখন এখনও বেঁচে আছি। তখন আমাদের কাজটাই আমাদের পরিচয়। কাজই আমার জীবন গড়ে দেবে।''

আরও পড়ুন-''ইরফান সকলের সঙ্গে মাটিতে বসেই খেতেন'', 'ডুব'-এ কাজ করার অভিজ্ঞতা জানালেন পার্নো

তিনি কি জেনে বুঝেই এই সিদ্ধান্ত নিয়ে ছিলেন? এপ্রশ্নের উত্তরে ইরফান বলেছিলেন, ''হ্যাঁ, আমি ভাবনা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমাদের কাজই আমাদের জীবনের গল্প লেখে। পদবী নয়। ''

.