নিজস্ব প্রতিবেদন: ​কৃষক আন্দোলন নিয়ে টুইটের জন্য রিহানা ১০০ কোটি নিয়েছেন। এবার এমনই বিস্ফোরক দাবি করেন কঙ্গনা রানাউত। কৃষক আন্দোলন নিয়ে রিহানার টুইটের পর তাঁর বিরুদ্ধে ফুঁসে ওঠেন কঙ্গনা। সামাজিক মাধ্যম জুড়ে কঙ্গনার একের পর এক টুইট প্রকাশ্যে আসার পর জোরদার আলোচনা শুরু হয়ে যায়। এরপর একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে হাজির হয়ে মার্কিন পপ তারকার বিরুদ্ধে তোপ দাগেন কঙ্গনা। ১০০ কোটির বিনিময়ে রিহানা ভারতের কৃষকদের তাতিয়ে তোলার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন বলিউড (Bollywood) 'কুইন'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কঙ্গনা আরও বলেন, করোনা আতিমারির জেরে মার্কিন মুলুক যখন জর্জরিত, সেই সময় কেন মুখ খোলেননি রিহানা। এমনকী, ক্যাপিটল হিলে হামলার সময়ও মুখ বন্ধ করে ছিলেন পপ তারকা। তাহলে হঠাৎ করে কেন ভারতের কৃষক আন্দোলন নিয়ে রিহানা মুখ খুলতে গেলেন বলে প্রশ্ন তোলেন কঙ্গনা।


আরও পড়ুন : Farmers' Protest : নিজের পরিচয় খুঁজে পেয়েছেন, সমালোচকদের পালটা জবাব Mia-র


প্রসঙ্গত কঙ্গনা রানাউত (Kangana Ranaut) সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিয়ো রিটুইট করেন। যেখানে জগমিত সিং নামে এক ব্যক্তির সাক্ষাতকার প্রকাশ করেন এক নেট নাগরিক। ওই ভিডিয়ো প্রকাশ করে অভিযোগ করা হয়, জগমিত 'সন্ত্রাসবাদীদের' সমর্থন করে তাদেরকে অর্থ সাহায্য পাঠান। জগমিতের ওই ভিডিয়ো শেয়ার করে কঙ্গনা দাবি করেন, এই ব্যক্তির সঙ্গে রিহানার (Rihanna) যোগ রয়েছে। সন্ত্রাসবাদীদের সাহায্যকারীর সঙ্গে রিহানার সামাজিকমাধ্যমে বন্ধুত্ব রয়েছে বলেও অভিযোগ করেন কঙ্গনা। জগমিত সিংয়ের সঙ্গে রিহানার বন্ধুত্ব রয়েছে বলে আক্রমণের পর ফের মার্কিন পপ তারকার বিরুদ্ধে বিস্ফোরণ ঘটান কঙ্গনা। যদিও রিহানা যে টুইট করার জন্য ১০০ কোটি নয়েছেন, তার প্রেক্ষিতে কঙ্গনা কোনও সুস্পষ্ট তথ্য প্রমাণ পেশ করতে পারেননি এখনও পর্যন্ত।


আরও পড়ুন : চতুর্থবার বাবা হচ্ছেন, আবেগঘন Saif Ali Khan


এদিকে কৃষক আন্দোলন নিয়ে একের পর এক সমালোচনা এবং আক্রমণের পরও তাঁরা আন্দোলনকারীদের পাশেই রয়েছেন বলে স্পষ্ট জানিয়ে দেন গ্রেটা থানবার্গ (Greta Thunberg), মিয়া খলিফারা। গ্রেটা, মিয়ারা এ বিষয়ে দ্বিতীয়বার মুখ খুললেও, পালটা কোনও মন্তব্য এখনও করতে শোনা যায়নি আন্তর্জাতিক পপ তারকা রিহানাকে।