নিজস্ব প্রতিবেদন : ছেলের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না। অসুস্থ হয়ে পড়েছেন সুশান্ত সিং রাজপুতের বাবা। পাটনার রাজীব নগর কলোনিতে থাকে সুশান্ত সিং রাজপুতের বাবা কৃষ্ণ কুমার সিং। ছেলের আকস্মিক মৃত্যুর খবর ভেঙে পড়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুশান্তের পাটনার বাড়ির কেয়ারটেকার লক্ষ্মী দেবী জানাচ্ছেন, ''টেলিফোনে ছেলের মৃত্যুর খবর পান সুশান্তের বাবা। তারপর থেকে কথা বলার মতো অবস্থায় নেই কৃষ্ণ কুমার সিং।'' লক্ষ্মী দেবী আরও জানান, সুশান্তের বড় দিদি যিনি চণ্ডীগড়ে থাকেন, তিনি ইতিমধ্যেই পাটনার জন্য রওনা হয়েছেন। জানা যাচ্ছে, তিনমাসে আগেই বিহারের খাগড়িয়া জেলাতে পরিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সুশান্ত। তাই সুশান্ত আত্মহত্যা করেছেন, একথা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না তাঁর পরিবার ও স্থানীয়রা।


আরো পড়ুন-ছিছোড়ে'রতে জীবনে বাঁচার শিক্ষা দিয়ে নিজেই চলে গেলেন সুশান্ত! প্রশ্ন নেটিজেনদের




ছবি : কয়েকমাস আগে পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়েছিল সুশান্ত, টুইটারে উঠে এল সেই ছবি...


 জানা যাচ্ছে, গত ৬ মাস ধরে মানসিক অবসাদে ছিলেন সুশান্ত সিং রাজপুত। তিনি যে কারণে মনোবিদের পরামর্শ মতো ওষুধও খাচ্ছিলেন।


আরও পড়ুন-অস্থির ছিল মন, জীবনের শেষদিকে মৃত মা-কেই বেশি মনে পড়ছিল সুশান্তের!