জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নির্বাচনের আগে বাংলাদেশের জনপ্রিয় নায়ক ফিরদৌস আহমেদ(Ferdous Ahmed) জানিয়েছিলেন যে তাঁর দীর্ঘদিনের বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta), তাঁর জন্য প্রচার করতে পারেন। নায়কের এহেন কথায় প্রশ্ন উঠেছিল অনেক। কারণ এদেশে নির্বাচনের প্রচার করতে এসে বিপাকে পড়েছিলেন তিনি। এমনকী এই দেশে কাজ করতেও বাধা তৈরি হয়েছিল। ফিরদৌসের সেই মন্তব্যের পর মুখে কুলুপ আঁটলেও বাংলাদেশে পা রেখেই নৌকা যা আওয়ামী লীগের প্রতীক, হাতে নিয়ে একসঙ্গে ছবি তুললেন ফিরদৌস ও ঋতুপর্ণা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Prabhat Roy: গুরুতর অসুস্থ প্রভাত রায়, চলছে ডায়ালিসিস, এখন কেমন আছেন পরিচালক?


সম্প্রতি বাংলাদেশের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন দুই বাংলার জনপ্রিয় নায়ক ফিরদৌস। আওয়ামী লীগের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। তখনই তিনি বলেছিলেন যে তিনি চাইলে ঋতুপর্ণা তাঁর জন্য প্রচারও করতে পারেন। তবে এই বিষয়ে কোনও কথা বলেননি অভিনেত্রী। গত মাসে অভিনেতা ফিরদৌস সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এবারই দেখা হলো দুই বন্ধুর। স্বাভাবিকভাবে কথার শুরুতেই শুভেচ্ছা জানিয়েছেন ফিরদৌসকে। তিনি একটি নৌকা উপহার দিয়েছেন অভিনেত্রীকে। 


বৃহস্পতিবার সকালে ঢাকায় যান জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তু। সুচিত্রা সেনের স্মরণে আগামী ২০ ও ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজন করা হবে ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব।’ মূলত সেই উৎসবের সাংবাদিক সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকায় যান অভিনেত্রী। সেখানেই দেখা হয় দুই বন্ধুর।


আরও পড়ুন- Pori Moni: মাদক মামলায় জেরবার পরীমণি, অভিনেত্রীর বিরুদ্ধে বড় রায় হাইকোর্টের...


অভিনেতা বলেন, ‘ঋতুপর্ণার সঙ্গে আমার ২৫ বছরের পথচলা। আমি খুব কাছে থেকে দেখেছি, মানুষের পাশে থেকে তিনি কীভাবে সহযোগিতা করেন। মানুষের কল্যাণ করার জন্য একটা মানুষের মধ্যে যেসব গুণ থাকতে হয় ঋতুপর্ণার থেকে তার বেশিরভাগ আমি শিখেছি। তার ভালো কাজগুলো আমাকে অনেক বেশি প্রভাবিত করেছে। সেজন্যই হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ১০ আসনের মত গুরুত্বপূর্ণ আসনে নৌকা প্রতীক আমার হাতে তুলে দিয়েছেন। ঋতুপর্ণা এদেশে এসেছে তাই তাকে আমাদের নৌকা দিয়ে তাকে বরণ করে নিতে চাই।’


অভিনয় থেকে রাজনীতিতে এসেছেন ফিরদৌস। তার দেখানো পথে ঋতুপর্ণাকে হাটার কথাও বলেন ফিরদৌস। তাঁর কথায়, ‘মানুষের সেবক হওয়ার মতো সব গুণ ঋতুপর্ণার মধ্যে আছে। আমি চাইবো তিনি যেন আমার দেখানো পথে হেটে রাজনীতিতে যোগ দেন। প্রধানমন্ত্রী যদি আমাকে এই ক্ষমতাটুকু না দিতেন তাহলে কিন্তু মানুষের কল্যাণে কাজ করতে পারতাম না। আমি চাই, ভারত সরকার এটা যেন ভালোভাবে দেখেন। তাহলে আমরা দুই বন্ধু মিলে দুই দেশের সম্পর্ক-মৈত্রী আরও দৃঢ় করতে পারবো।’


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)