Local Train Cancel: ইয়ার এন্ডেও ভোগান্তির শেষ নেই! বাতিল হাওড়া-শিয়ালদহের একাধিক ট্রেন...
Local Train Cancel: ২৮ ডিসেম্বর শনিবার ও কাল ২৯ ডিসেম্বর রবিবার লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হতে পারে বলে যাত্রীদের আশঙ্কা। হাওড়া থেকে একাধিক লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিল পূর্বরেল। হাওড়ার পাশাপাশি শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল। দমদম স্টেশনে ডাউন লাইনে চলবে রক্ষণাবেক্ষণের কাজ।
1/6
লোকাল ট্রেন বাতিল
অয়ন ঘোষাল: সপ্তাহ শেষে ছুটির দিনে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা ৷ হাওড়া বিভাগের হরিপাল ও নালিকুল স্টেশনে ব্রিজের কাজের জন্য একাধিক লোকাল ট্রেন বাতিল (Local Train Cancel) করার সিদ্ধান্ত নিল পূর্বরেল। এর জেরে ওই লাইনে আজ ২৮ ডিসেম্বর শনিবার ও কাল ২৯ ডিসেম্বর রবিবার লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হতে পারে বলে যাত্রীদের আশঙ্কা।
2/6
লোকাল ট্রেন বাতিল
হাওড়ার পাশাপাশি শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল। দমদম স্টেশনে ডাউন লাইনে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। আজ শনি ও কাল রবিবার মিলিয়ে ৪৭টি লোকাল ট্রেন বাতিল থাকবে বলে খবর। শনিবার রাতের দিকে মূলত কাজ হবে। আর রবিবার সকালের দিকে কাজ হবে। আজ শনিবার রাত সাড়ে ১১টা থেকে কাল রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত সব মিলিয়ে সাত ঘণ্টা এই রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।
photos
TRENDING NOW
3/6
লোকাল ট্রেন বাতিল
২৮ ডিসেম্বর বাতিল- তারকেশ্বর থেকে 37352, 37354, হাওড়া থেকে 37349, 37351 ২৯ ডিসেম্বর বাতিল- তারকেশ্বর থেকে 37312, 37314, 37316, 37318, 37320, 37322, 37412, 31416, গোঘাট থেকে 37372, আরামবাগ থেকে 37360, হরিপাল থেকে 37308, সিঙ্গুর থেকে 37304, হাওড়া থেকে 37371, 37309, 37311, 37313, 37315, 37319, 37359, 37303, 37307, শেওড়াফুলি থেকে 37411, 37415। এছাড়াও 37373 হাওড়া-গোঘাট লোকাল কাল ২৯ ডিসেম্বর রবিবার তারকেশ্বর থেকে ছাড়বে । ট্রেনটি হাওড়া-তারকেশ্বর রুটে আংশিক বাতিল থাকবে । যাত্রী সাধারণের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছে ভারতীয় রেল ৷ তবে যাত্রীরা যাতে আগে থেকে ট্রেন বাতিল সম্পর্কে অবগত থাকেন তার জন্য বিজ্ঞপ্তি দিয়ে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে ৷
4/6
লোকাল ট্রেন বাতিল
শিয়ালদহ লাইনে ০৩১৭২ লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার শনিবার লালগোলা থেকে রাত ১০টা ১৫ মিনিটের বদলে রাত ১০টা ৪৫ মিনিটে রওনা দেবে। রবিবার আপ লাইনে ৩৩৮১১ ও ৩৩৮১৩ শিয়ালদা বনগাঁ, ৩৩৬৫১ ও ৩৩৬৫৩ শিয়ালদা হাবরা, ৩৩৬১৩ শিয়ালদা-দত্তপুকুর, ৩৩৩৫৭ বারাসত দত্তপুকুর, ৩৩৫১৩ শিয়ালদা হাসনাবাদ লোকাল বাতিল থাকছে। শনিবার রাতে ৩২২৪৯ আপ শিয়ালদা-ডানকুনি লোকাল এবং ডাউন ৩২২৫২ ডানকুনি -শিয়ালদা লোকাল বাতিল থাকবে। ররিবার আপ লাইনে ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭ ও ৩২২১৮ শিয়ালদা ডানকুনি লোকাল বাতিল থাকবে। ডাউন লাইনে ৩২২১২,৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০ ডানকুনি শিয়ালদা লোকাল বাতিল থাকবে।
5/6
লোকাল ট্রেন বাতিল
৩৩৮২০,৩৩৮২২ বনগাঁ-শিয়ালদা লোকাল ৩৩৬৫২, ৩৩৬৫৪ হাবরা শিয়ালদা, ৩৩৬১২, ৩৩৬১৬, ৩৩৬১৮ দত্তপুকুর- শিয়ালদা, ৩৩৫১৪ হাসনাবাদ-শিয়ালদা লোকাল। ডাউন লাইনে ৩১৬১২, ৩১৬১৪, ৩১৬১৬ রানাঘাট শিয়ালদা লোকাল। ৩১৩১২-৩১৩১৬ কল্যাণী সীমান্ত শিয়ালদা লোকাল, ৩১৫১২-৩১৬১৬ শান্তিপুকুর-শিয়ালদা লোকাল, ৩১৯১২ গেদে শিয়ালদা লোকাল, ৩১৮১২ কৃষ্ণনগর শিয়ালদা লোকাল ও ৩১৪১৪ নৈহাটি শিয়ালদা লোকালও বাতিল থাকবে।
6/6
লোকাল ট্রেন বাতিল
photos