নিজস্ব প্রতিবেদন : অবশেষে স্বস্তি। আগামী ১০ জুন থেকে টলিপাড়ায় শুরু হচ্ছে সিনেমার শ্যুটিং। সরকারি সমস্ত স্বাস্থ্যবিধি, সতর্কতা মেনেই শ্যুটিং হবে বলে রবিবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে বসেছিল এই বৈঠক। মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন ফেডারেশন, ইমপা, আর্টিস্ট ফোরামের প্রতিনিধি ও টলিউডের অন্যান্য ব্যক্তিত্বরা। ছিলেন, টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস, ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত। এছাড়াও ছিলেন অরিন্দম শীল, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্য়ায় সহ অন্যান্য়রা।


আরও পড়ুন-১০ জুন থেকে শ্যুটিং শুরু, এখন থেকে চাইলে নিজেরাই মেকআপ করবেন শিল্পীরা : অরূপ বিশ্বাস


বৈঠকের বিষয়ে Zee ২৪ ঘণ্টার তরফে ইমপার সভাপতি পিয়া সেনগুপ্তের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, ''১০ জুন থেকে সরকারি গাইডলাইন মেনেই শ্যুটিং শুরু হবে। ৩৫ জনের বেশি শ্যুটিংয়ে থাকবেন না। এই মুহূর্তে ছোটদের নিয়ে কাজ করা হবে না। আর বয়স্করা যদি কেউ কাজ করতে চান, নিজের দায়িত্বেই আসতে হবে। ২৫ লক্ষ টাকার বীমার যে সিদ্ধান্ত হয়েছে, তার ৫০ শতাংশ শিল্পীরা, বাকি ৫০ শতাংশ প্রযোজকরা দেবেন।''


সিরিয়ালের মতো সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য এড়ানো আদৌ কি সম্ভব? এপ্রশ্নের উত্তরে পিয়া সেনগুপ্ত জানান, ''না, সিনেমার ক্ষেত্রে ঘনিষ্ঠ দৃশ্য এড়ানো সম্ভব নয়, কারণ সিনেমা গল্প নির্ভর। তবে এবিষয়ে কোনও আলোচনা নেই। এগুলি কীভাবে কী করা যাবে, তা কাজ শুরু হলেই বোঝা সম্ভব।''


আরও পড়ুন-COVID-19এ আক্রান্ত, বন্ধুর ভিডিয়ো কলে হাসপাতালেই কেঁদে ফেললেন অভিনেত্রী মোহেনা