Kangana Ranaut: কঙ্গনার নিশানায় সংখ্যালঘু, নায়িকার বিরুদ্ধে দায়ের FIR
সম্প্রতি ইনস্টাগ্রামে সংখ্যালঘুদের বিরুদ্ধে তোপ দাগেন কঙ্গনা।
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার অভিনেতা কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করল মুম্বই পুলিস (Mumbai Police)। শিখ ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি তাঁর একটি সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্ট ঘিরেই শুরু বিপত্তি। মুম্বইয়ের খার পুলিস স্টেশনে ২৯৫এ ধারায় কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অমরজিৎ সিং সাঁধু নামের এক ব্যক্তি।
গত ২০ নভেম্বর ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা রানাওয়াত শিখ ধর্মাবলম্বীদের খালিস্তানি সন্ত্রাসবাদী (Khalistani Terrorist) বলে আখ্যা দেন। তিনি লেখেন যে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi) তাদের নিজের জুতোর ভিতর থাকা মশার মতো পিষে মেরেছিলেন। কঙ্গনার এহেন মন্তব্যেই চটেছে শিখ সম্প্রদায়ের মানুষেরা। প্রধানমন্ত্রী কৃষি আইন প্রত্যাহার করার পর কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'খালিস্তানি সন্ত্রাসবাদীরা আজ সরকারের হাত মচকে দিল। কিন্তু ভুললে চলবে না,একমাত্র মহিলা প্রধানমন্ত্রী এদের জুতোর নিতে পিষে দিয়েছিল। দেশের টুকরো হতে দেননি তিনি। তাঁর মৃত্যুর এতো বছর পরেও তাঁর নামে ভয় পায় এরা। এদের জন্য এমনই গুরু দরকার।'
আরও পড়ুন: Neha-Rohanpreet: প্রকাশ্য রাস্তায় ঠোঁট ঠোঁট রেখে চুম্বনে মত্ত নেহা-রোহনপ্রীত, ভাইরাল ছবি
আরও পড়ুন: Bonny Sengupta: তনুশ্রী, শ্রাবন্তীর পর এবার বিজেপি ছাড়ছেন বনি! মুখ খুললেন অভিনেতা
রবিবার দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মনজিন্দর সিং সিরসা চিঠি লেখেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রী দিলীপ ওয়ালস পাটিলকে। কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের করার দাবি করেন সিরসা। তিনি লেখেন, ইচ্ছে করে বারবার কৃষক আন্দোলনকে খালিস্তানি সন্ত্রাসবাদ বলে দাবি করেন অভিনেতা। পাশাপাশি রাষ্ট্রপতির উদ্দেশ্যে সিরসা লেখেন, যেন অবিলম্বে কঙ্গনা রানাওয়াতের পদ্মশ্রী সম্মান কেড়ে নেওয়া হয়। সোমবার মুম্বইয়ে কঙ্গনার বাড়ির সামনেও বিক্ষোভ দেখান শিখ ধর্মাবলম্বী মানুষেরা।