Neha-Rohanpreet: প্রকাশ্য রাস্তায় ঠোঁট ঠোঁট রেখে চুম্বনে মত্ত নেহা-রোহনপ্রীত, ভাইরাল ছবি

| Nov 23, 2021, 15:35 PM IST
1/6

লাভ বার্ডস

Love Birds

নিজস্ব প্রতিবেদন: বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় লাভ বার্ডস নেহা কক্কর (Neha Kakkar) ও তাঁর স্বামী রোহনপ্রীত সিং(Rohanpreet Singh)। তাঁদের প্রেমকাহিনি কোনও রূপকথার থেকে কম নয়। প্রেম থেকে শুরু করে বিয়ে সবটাই গল্পের মতো। 

2/6

ঠোঁটে ঠোঁট

Liplock

'তোমার ঠোঁট আমার ঠোঁট ছুঁলো, যদিও এটা প্রথমবার নয়, চুম্বন তো আগেও বহুবার, এবার ঠোঁটে মিলেছে আশ্রয়।' প্রেমের শহরে প্রকাশ্যে একে অপরের ঠোঁটে আশ্রয় খুঁজে পেলেন নেহুপ্রীত। 

3/6

ভালোবাসার শহরে

City of Love

আপাতত প্যারিসে ছুটি কাটাচ্ছেন নেহা ও রোহনপ্রীত। সেখানেই আইফেল টাওয়ারকে সাক্ষী রেখে ঠোঁটে ঠোঁট রাখলেন তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় পোস্টের সঙ্গে সঙ্গেই ভাইরাল ঘনিষ্ঠতার সেই ছবি। 

4/6

ভালোবাসার বার্তা

Sending Loves

দুদিন আগেই আইফেল টাওয়ারের সামনে নিজের ছবি পোস্ট করেছিলেন নেহা। ক্যাপশনে লিখেছিলেন ভালোবাসার শহর থেকে ভালোবাসা পাঠালাম। 

5/6

রোহনপ্রীতের সঙ্গে

With rohanpreet

মঙ্গলবার তাঁর ছবি পোস্ট দেখে জানা গেল যে ভালোবাসার শহর প্যারিসে তিনি একা নন, সঙ্গে রয়েছেন তাঁর ভালোবাসার মানুষ রোহনপ্রীতও। 

6/6

রোহনপ্রীতের বার্তা

Rohanpreet's love message

নেহার ছবির কমেন্ট বক্সে রোহনপ্রীত লেখেন, 'আমার ভালোবাসা তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি'।