মুম্বইয়ের জঙ্গি দমন শাখায় যোগ দিচ্ছেন অক্ষয়?
বেশ বোঝা যাচ্ছে কতটা কড়া পুলিস আধিকারিকের চরিত্রে দেখা যাবে অক্ষয়কে।
নিজস্ব প্রতিবেদন: সিংঘম, সিংঘম রিটার্নস, সিম্বার পর এবার সূর্যবংশী। আরও একটি ধামাকাদার ছবি নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক রোহিত শেঠি। যেখানে নির্ভয় চিত্ত পুলিস অফিসার বীর সূর্যবংশীর চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। অক্ষয়কে এভাবে দেখে খুশি খিলাড়ি কুমারের ভক্তরা। যে ছবির পোস্টারের ক্যাপশানে লেখা হয়েছে একটি গুলির পরিবর্তে আরও একটি গুলি। যা থেকেই বেশ বোঝা যাচ্ছে কতটা কড়া পুলিস আধিকারিকের চরিত্রে দেখা যাবে অক্ষয়কে।
আরও পড়ুন-শিবরাত্রির পুজোয় বলি তারকারা, দেখুন ছবি ও ভিডিয়ো
এই ছবিতে আক্কিকে জঙ্গি দমন শাখার প্রধান হিসাবে দেখা যাবে। আগামী বছর ইদে মুক্তি পাবে ছবিটি। সম্প্রতি, মুক্তি প্রাপ্ত সিম্বা ছবিটি সুপার ডুপার হিট। যে ছবিতে প্রধান চরিত্রে দেখা গেছে রণবীর সিং ও সারা আলি খানকে। সিম্বাতে দেখানো হয়েছে কীভাবে ঘুষখোর পুলিস আধিকারিক থেকে থেকে ভোল পাল্টে কীভবে দুস্কৃতীদের বিরুদ্ধে লড়বেন সিম্বা ওরফে রণবীর সিং। আর এবার অক্ষয়ের পালা। তবে সিম্বার থেকেও সূর্যবংশী ছবিটি আরও বেশি মশালাদার হিসাবে তৈরি করা হবে বলে জানিয়েছেন রোহিত শেঠি।
আরও পড়ুন-মোদীর বায়োপিকের শ্যুটিংয়ে জ্বালানো হল আস্ত একটা ট্রেনের বগি