ওয়েব ডেস্ক: গত বছর থেকে বলিউডে একের পর এক বিয়ের খবর। বিয়ে করছেন বলিউড অভিনেত্রীরা। বিপাশা বসু, প্রীতি জিন্টার মতো এবার বছরের শুরুতেই সাত পাকে বাঁধা পড়লেন আর এক বলিউড নায়িকা। জানেন তিনি কে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিগ বস সিজন ৯ যাঁরা দেখেছেন, তাঁরা এই নায়িকাকে অবশ্যই চেনেন। ইরানের সুন্দরী এই নায়িকা। হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছেন। মন্দনা করিমি। বিগ বসের সময় থেকেই আমরা তাঁর প্রেমিক গৌরব গুপ্তার কথা জানি। সেই প্রেমকেই এবার তাঁরা বিয়ের পরিণতি দিলেন। ট্যুইটার এবং ইনস্টাগ্রামে কোর্ট ম্যারেজের সেই ছবি পোস্ট করেছেন মন্দনা।



২৪ ঘণ্টা ডট কমের পক্ষ থেকে মন্দনা করিমি এবং গৌরব গুপ্তাকে নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।