নিজস্ব প্রতিবেদন: নাম করামালা মডেক্স, তিরুবন্তপুরম বছর ৪৫-এর এক মহিলার দাবি জন্মসূত্রে তাঁর মা হলেন খ্যতনামা গায়িকা অনুরাধা পোডওয়াল। নিজের দাবির পরিপ্রেক্ষিতে করমালা মডেক্স নামে ওই মহিলা জেলা আদলতে একটি মামলা দায়েরও করেছেন। করামালার দাবি, তিনি যখন মাত্র ৪ দিনের তখন তাঁকে অনুরাধা পোডওয়াল এবং তাঁর স্বামী অরুণ পোডওয়াল তাঁর পালিত পিতা-মাতা পন্নাচন ও আগনেসের কাছে ছেড়ে যান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কারমালার কথায়, ''প্রায় ৫ বছর আগে আমার পালক পিতা পন্নাচন জানান, জন্মসূত্রে তাঁর মা হলেন অনুরাধা পোডওয়াল। আমার বয়স যখন মাত্র ৪ দিন সেসময় অনুরাধা পোডওয়াল তাঁর বন্ধু (আমার পালক পিতা) পন্নাচনের কাছে আমায় দিয়ে দেন। পন্নাচ সেনাবাহিনীকে ছিলেন এবং সেসময় কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকতেন। পরবর্তীকালে তিনি কেরলে বদলি হয়ে যান। সেসময় অনুরাধা পোডওয়াল আমার জনপ্রিয় প্লে-ব্যাক সিঙ্গার হিসাবে বেশ খ্যাতি অর্জন করেছিলেন, তাই তিনি আমার দায়িত্ব নিতে অস্বীকার করেন। তবে তাঁর জন্য আমার শৈশব নষ্ট হয়। পুরো বিষয়টি সম্পর্কে তাঁর পালক মা আগ্নেস অবশ্য জানতেন না। পন্নাচন ও আগ্নেসের আরও তিন সন্তান রয়েছে, তাঁরা তাঁদের চতুর্থ সন্তান হিসাবে তাঁকে বড় করেছেন। তবে এই মুহূর্তে ৮২ বছরের আগ্নেস অসুস্থ ও বিছানায় শয্যাশায়ী। অ্যালজাইমার (স্মৃতি ভ্রষ্টা রোগে আক্রান্ত)।''


আরো পড়ুন-মাত্র ৫ দিনে 'গুড নিউজ'-এর বক্স অফিস কালেকশন কত জানেন?


করমালা মডেক্সের কথায়, ''তাঁকে তাঁর বাবা পুরো বিষয়টি জানানোর পর তিনি গায়িকার সঙ্গো যোগাযোগ করার চেষ্টা করেন, তবে সফল হন নি। পরবর্তীকালে তাঁর ফোন নম্বর ব্লক করে দেওয়া হয়। আর এরপরই আমি মামলা করার সিদ্ধান্ত নি। আমি আমার মাকে ফিরে পেতে চাই।''



আরও পড়ুন-বক্সারের ভূমিকায় 'তুফান'এর ফার্স্ট লুক, CAA, NRC-র সমর্থকদের আক্রমণের মুখে ফারহান আখতার


আদালতে মামলা করার বিষয়ে করামালা মডেক্সের আইনজীবী দাবি করেন, '' খ্যাতনামা গায়িকা অনুরাধ পোডওয়াল যদি করমালার মাতৃত্বের কথা অস্বীকার করেন, তাহলে আমরা DNA-পরীক্ষার দাবি জানাব। এই মামলার শুনানিতে আদালত অনুরাধা ও তাঁর দুই সন্তানকে উপস্থিত থাকতে বলেছেন। করমালার শৈশব নষ্ট করার জন্য তিনি এই মামলায় গায়িকার কাছে ৫০ কোটি টাকা দাবি করেছেন। ''


প্রসঙ্গত, ৬৭ বছর বয়সী গায়িকা অনুরাধা পোডওয়ালের জনপ্রিয়তার কথা নতুন করে বলার কিছু নেই। তাঁর স্বামীর নাম অরুণ পোডওয়াল এবং তাঁর দুই ছেলেমেয়ে রয়েছে যাঁদের নাম আদিত্য ও কবিতা।