বক্সারের ভূমিকায় 'তুফান'এর ফার্স্ট লুক, আক্রমণের মুখে ফারহান আখতার
এবছর 'তুফান' উঠবে।
নিজস্ব প্রতিবেদন: ২ জানুয়ারি, নতুন বছরের শুরুতে আগামী ছবি 'তুফান'-এ তাঁর লুক প্রকাশ্যে এনেছেন অভিনেতা তথা প্রযোজক ফারহান আখতার। ছবির পোস্টারে একজন বক্সারের লুকে দেখা যাচ্ছে ফারহানকে। পরনে বক্সিং জার্সি, হাতে গ্লাভস, বক্সিং রিংয়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে অভিনেতাকে। ছবিতে তাঁর লুক শেয়ার করে ফারহান লিখেছেন, ''যখন কঠিন সময় আসে, তখন নিজেকে আরও শক্ত হতে হয়। এবছর 'তুফান' উঠবে। ছবিটি মুক্তি পাবে ২ অক্টোবর, ২০২০।''
ফারহান তাঁর আগামী ছবি 'তুফান'-এর ফার্স্ট লুক শেয়ার করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কিছু নেটিজেনের আক্রমণের মুখে পড়েন। বিশেষ করে যেসমস্ত নেটিজেনরা CAA, NRCর সমর্থনে মুখ খুলেছিলেন, তাঁরা ফারহানকে এবং তাঁর ছবিকে বয়কট করার ডাক দেন সোশ্যাল মিডিয়ায়।
#boycotttoofan #ISupportCAA_NRC
— Sir Ganesh Gaitonde (@kukoomagic) January 2, 2020
We are not interested in your movies anymore as a peaceful non religious protest against #ISupportCAA . Boycott #Toofan . Let show these pseudusecular our soft power. Jai Hind
— Gourav anand (@Gouravhind) January 2, 2020
#Toofan nahi aayega... remember people he is the same person who doesn’t respect the law of land (know it even), please boycott the movie and sponsor associated with it ... #AwaitingBefittingReply
— Panjwani (@panjwanik) January 2, 2020
Agar itne log #boycott toofaan keh rahe hai to kuch na kuch to hoga hi
— Hardik Maniar (@hcmaniar) January 2, 2020
#Toofan to last year se utha hua hai...Khair chodiye apko ghanta knowledge hai
— Completely Sorted (@mayankm94847123) January 2, 2020
Is this the film for which you first spread fake news, incited people, sent out wrong map of India (straight from the ISI files) and then went to shoot in #CAA_NRC_Protest in August Kranti Maidan with your team
— Priyanka Goenka (@priyanka79g) January 2, 2020
Hope we ensure #Toofan must only be watched by #CAA_NRC_Protests protestors only.
For us INDIA is important than your movie and ????
Was a big fan of you earlier.
— Mohitladdha (@Mohitladdha7) January 2, 2020
Ok so this explains why you wanted quick publicity with CAA protest. Usually Bollywoodias get active when movie release is around corner.
— Chowkidar (@timeplease14) January 2, 2020
তবে এই প্রথম নয় এর আগে CAA, NRC ইস্যুতে পথে নামার পর ফারহান আখতারের বক্তব্য ঘিরে অনেকেই সোশ্যাল মিডিয়ায় মিম তৈরি করে পোস্ট করেছিলেন।
Listen to @FarOutAkhtar.
He just made me recall this legendary scene from Bunty Aur Babli! pic.twitter.com/URYklqZ63I
— Rahul Kaushik (@kaushkrahul) December 19, 2019
প্রসঙ্গত ফারহান আখতারের আগামী ছবি 'তুফান'-এর পরিচালনা করছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। এটি একটি স্পোর্টস ড্রামা। ছবির সঙ্গীত পরিচালনা করছেন শঙ্কর-এহসান-লয় এবং তানিস্ক বাগচী। ছবির ব্যকগ্রাউন্ড মিউজিক করছেন সন্দীপ শিরোদকার।