টলিপাড়ায় বন্ধ শুটিং ,আগামিকাল থেকে দেখতে পাবেন তো আপনার পছন্দের ধারাবাহিক?
এপিসোড ব্যাঙ্কিং নিয়ে কী বললেন রাহুল, দিতিপ্রিয়া, সৌমিতৃষারা?
নিজস্ব প্রতিবেদন: করোনা মোকাবিলায় কার্যত লকডাউন টলিপাড়ায়। রবিবার থেকে বন্ধ শুটিং। ফলে ধারাবাহিকের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছিল। একে তো লকডাউন, বাড়িতে বসে একভাবে মন খারাপ সকলের। তারই মাঝে প্রিয় ধারাবাহিকও যদি বন্ধ হয়ে যায় কী নিয়ে থাকবেন দর্শক? এ প্রশ্ন সকলেরই মনে ঘোরাফেরা করছিল। যেভাবে কাজ হয় টলিপাড়ায় তাতে ব্যাঙ্কিং থাকে না, ফলে চিন্তায় সিরিয়াল প্রেমীরা।
আরও পড়ুন:কোভিড ঠেকাতে মানুষের পাশে এবার যিশু, লেক মার্কেটে ২০ বেডের সেফ হোম
যদিও সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে লকডাউন হতে পারে এই আঁচ পেয়েছিলেন সকলেই। ফলে প্রত্যেকটি প্রযোজনা সংস্থা এপিসোড ব্যাঙ্কিংয়ের কাজে লেগে পড়েন। ১৫ দিনের ব্যাঙ্কিং চাওয়া হয়েছিল, তবে সব ধারাবাহিকের ক্ষেত্রে তা দেওয়া সম্ভব হয় নি। কেউ কেউ পৌঁছে দিন, কেউ সাত দিন আবার কেউ ১০ দিনের ব্যাঙ্কিং করতে পেরেছেন। আর তা দিয়েই লকডাউন পিরিয়ড কাটানোর কথা ভেবেছে চ্যানেল কতৃপক্ষ।
'মিঠাই' ধারাবাহিকে সবে জমে উঠেছিল সিদ্ধার্থ ও মিঠাইয়ের প্রেম। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করতেন পরের দিনের এপিসোড দেখার জন্য। বাদ সাধল লকডাউন। তবে এক্ষেত্রে মিঠাই তাঁর সোশ্যাস মিডিয়ায় ফ্যানদের আস্বস্ত করেছেন। সৌমিতৃষা, লেখেন- ‘এই সময়টাও কেটে যাবে, ভগবানের কাছে প্রার্থনা করুন, নিঃশ্বাস নিন প্রাণভরে। বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন! মিঠাই-সিদ্ধার্থ খুব তাড়াতাড়ি ফিরবে! প্রতিদিন রাত ৮-টায় দেখতে থাকুন মিঠাই, শুধুমাত্র জি বাংলায়'। সৌমিতৃষার এই পোস্টের কমেন্ট বক্সে ফ্যানদের প্রশ্নর বন্যা। সেখানেই সৌমিতৃষা (Soumitrisha Kundu) উত্তরে বলেন- 'আগামি একসপ্তাহ অন্তত চিন্তার কারণ নেই। নতুন এপিসোড দেখতে পাবেন সকলে।'
অন্য দিকে 'অপরাজিতা অপু' ধারাবাহিকের সুস্মিতা (Susmita Roy Chakraborty) জানান-'আমাদের সাত দিনের ব্যাঙ্কিং রয়েছে। লকডাউন হওয়ার আঁচ পেয়েই ব্যাঙ্কিং করার কাজ শুরু হয়েছিল। এক সপ্তাহ পর কী হবে তার সিদ্ধান্ত নেবে চ্যানেল কতৃপক্ষ।'
এর পাশাপাশি 'দেশের মাটি' ধারাবাহিকে রাহুল-মাম্পি ওরফে রাহুল-রুক্মার অনস্ক্রিন রোম্যান্স জমে গিয়েছে। দুজনকে নিয়ে চর্চাও নেহাত কম হচ্ছেনা সিরিয়াল প্রেমীদের ঘরে ঘরে। এক্ষেত্রে রাহুল (Rahul Banerjee) জানান 'বেশ কিছু এপিসোড তুলে দিয়েছিলাম আমরা, আপাতত রাজা-মাম্পিকে দেখে লকডাউনে সময় কাটবে দর্শকের।'
কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন দিতিপ্রিয়া ও তাঁর পরিবার। 'রাণী রাসমণি' ধারাবাহিকে এমনিই সমস্যা চলছিল, বাড়ি থেকে ভয়েস ওভার দিয়ে পাঠাচ্ছিলেন দিতিপ্রিয়া। সেইভাবেই চলছিল টেলিকাস্ট। সুস্থ হয়ে কাজে ফিরেছেন তিন দিন হল, তিনদিনেই বেশি করে তুলে দিয়েছেন কিছু এপিসোড। সেই ব্যাঙ্কিং দিয়েই আপাতত দেখা যাবে 'রাণী রাসমণি', মত রাণীমা ওরফে দিতিপ্রিয়া (Ditipriya Roy)।
আরও পড়ুন:'হম হার নেহি মানেঙ্গে', করোনা যোদ্ধাদের জন্য পাশে পাওয়ার প্যাকড Varun
রাজ্যে লকডাউন ঘোষণা হতেই সাংবাদিক সম্মেলন করে স্বরূপ বিশ্বাস জানান, যেহেতু 'নো ওয়ার্ক নো পে' ফরম্যাটে ইন্ডাস্ট্রি চলে ফলে মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবদেন রাখবেন যাতে কিছু ছাড় দেওয়া হয়। করোনাবিধি মেনে শুটিং করতে দেওয়া হয় তাঁধের। ফেডারেশনের তরফ থেকে সোমবার মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠি পৌঁছনোর কথা। ফলে এখন সকলে এই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে।