Ustad Rashid Khan Demise: ‘মৃত্যু তো আসবেই কিন্তু...’ ভ্রাতৃসম রশিদের মৃত্যুতে শোকস্তব্ধ গুলাম আলি খান...
Ghulam Ali Khan on Rashid Khan: উস্তাদ রশিদ খানের মৃত্যুতে শোকের ছায়া সংগীতমহলে। মঙ্গলবার থামল তাঁর ক্যানসারের সঙ্গে যুদ্ধ। কলকাতা নয়, রশিদের দেহ নিয়ে তাঁর জন্মভূমিতে ফিরবে তাঁর পরিবার, সেখানেই সমাধিস্থ করা হবে তাঁকে। ছোট ভাইয়ের মতো রশিদের মৃত্যুতে ভেঙে পড়েছেন উস্তাদ গুলাম আলি খান।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুরের জগতে নক্ষত্র পতন। মঙ্গলবার বিকেলে শীতের কলকাতায় এল মনখারাপের খবর। চলে গেলেন উস্তাদ রশিদ খান(Ustad Rashid Khan)। বেশ কয়েকদিন ধরেই ব্রেনস্ট্রোক ও ক্যানসারের চিকিৎসার কারণে তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। বুধবার সকাল থেকেই তাঁর নিথর দেহ শায়িত ছিল রবীন্দ্র সদনে। এদিন বেলা ১টা নাগাদ মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের উপস্থিতিতে গান স্যালুটের মাধ্যমে উস্তাদজিকে শেষ বিদায় জানাল কলকাতা। এরপর তাঁর নিথর দেহ নিয়ে শেষবারের মতো তাঁর বাড়ি নাকতলার পথে রওনা দেয় পরিবার। সেখান থেকেই তাঁরা রওনা দেবেন তাঁর জন্মভূমিতে। সেখানেই সমাধিস্থ করা হবে উস্তাদ রশিদ খানকে।
আরও পড়ুন- Ustad Rashid Khan Demise: কর্মভূমি নয়, জন্মভূমির মাটিতেই ঠাঁই উস্তাদ রশিদ খানের...
এদিন রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস সহ বিরোধী দলের নেতা নেত্রীরাও। রবীন্দ্র সদনে ছুটে যান লকেট চট্টোপাধ্যায় ও শমীক ভট্টাচার্য। গতকাল থেকে বলিউড থেকে টলিউড, সংগীতজগত থেকে রাজনৈতিক জগতের অনেক তারকাই শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীও তাঁদের শোক জ্ঞাপন করেছেন সোশ্যাল মিডিয়ায়। রশিদ খানের অসময়ে চলে যাওয়া মেনে নিতে পারছেন না উস্তাদ গুলাম আলি খান(Ustad Ghulam Ali Khan)। তাঁর সঙ্গে কাটানো ভালো মুহূর্তের কথা শেয়ার করলেন খান সাহেব।
আরও পড়ুন- Ustad Rashid Khan Demise: ‘ভারতকণ্ঠ’ নেই! গান স্যালুটে কাঁদল বাংলা…
উস্তাদ গুলাম আলি খান একটি ভিডিয়োতে বলেন, “রাশিদ খান শুধু ভারতেরই নয়, পৃথিবীর শ্রেষ্ঠ শাস্ত্রীয় শিল্পীদের মধ্যে অন্যতম। আমার ভাইয়ের মতো ছিলেন। খুবই স্নেহ করতাম ওঁকে। আজ ওঁ চলে গেল। মৃত্যু তো সবারই আসবে। কিন্তু তাঁর মতো মানুষেরা চলে গিয়ে থেকে যান। কাজের মধ্যে দিয়ে তাঁরা বেঁচে থাকেন। খুবই আফসোস হচ্ছে। আমি কলকাতায় গেলে বা মুম্বইয়ে আমাদের দেখা হলেই আমরা সারারাত প্রচুর গল্প করতাম। উনি আমাকে গজল শোনাতে বলতেন। খুব সম্মান করতেন আমাকে। এত বড় শিল্পী হয়েও বিনয়ী ছিলেন।”
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)