পথ দুর্ঘটনায় গুরুতর জখম, ICU-তে Hollywood-র `গন গার্ল` Lisa Banes
এই মুহূর্তে নিউ ইয়র্কের মাউন্ট সিনাই মর্নিংসাইড হাসপাতালের ICU-তে রয়েছেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম 'গন গার্ল' লিজা বেনস (Lisa Bans)। এই মুহূর্তে নিউ ইয়র্কের মাউন্ট সিনাই মর্নিংসাইড হাসপাতালের ICU-তে রয়েছেন তিনি।
অভিনেত্রীর ম্যানেজার ডেভিড উইলিয়ামস জানিয়েছেন, লিজা বেনসকে (Lisa Bans) শনিবার রাতে একটি স্কুটার চাপা দিয়ে চলে যায়। দুর্ঘটনাটি ঘটে নিউইয়র্কের ম্যানহাটনের লিংকন সেন্টারের কাছে। সেসময় নিজের পুরনো স্কুল জুলিয়ার্ড-এ যাওয়ার জন্য অভিনেত্রী অ্যামস্টারডাম অ্যাভিনিউ-এর রাস্তা পার হচ্ছিলেন। এই ঘটনায় ইতিমধ্যেই হিট অ্যান্ড রান-এর মামলা দায়ের করেছেন পুলিস। তবে এখনও স্কুটার চালকের খোঁজ পাওয়া যায়নি।
আরও পড়ুন-গায়ে হলুদ থেকে মেহেন্দি, দেখুন Yami Gautam-র প্রাক বিবাহ অনুষ্ঠানের ছবি
মার্কিন টেলিভিশনের বিভিন্ন শো ও বহু হলিউড ছবিতে অভিনয় করেছেন লিজা বেনস (Lisa Bans)। ২০১৪য় মুক্তি পাওয়া 'গন গার্ল' ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। ১৯৮৮ সালে ককটেল ছবিতে টম ক্রুজের সঙ্গেও অভিনয় করেছেন তিনি। ছাড়াও 'ন্যাশভিলে', 'মাস্টার অফ সেক্স', 'ম্যাডাম সেক্রেটারি' সহ একাধিক টেলি শোয়ে অভিনয় করেছেন লিজা।