নিজস্ব প্রতিবেদন : ''সুশান্ত সিং রাজপুত আমার থেকে অনেক বেশি উজ্জ্বল।'' সুশান্ত সম্পর্কে এমনটাই মনে করেন সইফ আলি খান। সম্প্রতি, দ্যা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে আয়োজিত একটি সেমিনারে হাজির ছিলেন সইফ। সেখানে 'দিল বেচারা' ছবির সহ অভিনেতা সুশান্তকে নিয়ে অনেক কথাই বলেন পতৌদি পরিবারের ছোটে নবাব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুশান্ত সিং রাজপুত সম্পর্কে বলতে গিয়ে সইফ আলি খান বলেন, ''সুশান্তকে দেখতে সুন্দর ছিল, ওর অনেক প্রতিভাও রয়েছে। আমার মতে ওর ভবিষ্যৎ উজ্জ্বল ছিল। আমি ছবিতে একটা ছোট্ট চরিত্র অভিনয় করেছি। অথচ ও আমার সঙ্গে কত সুন্দর, নমমীয় হয়ে কথা বলত। ও জ্যোতির্বিদ্যা, দর্শন সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করত। তবে আমি দর্শন নিয়ে কী আলোচনা করবো, বুঝতে পারতাম না। আমার তখনই মনে হয়েছিল, যে ও আমার থেকে অনেক বেশি উজ্জ্বল।''


আরও পড়ুন-সুশান্তের ভিসেরা রিপোর্ট ''পূর্ব নির্ধারিত ছিল'', মনে করছেন শেখর সুমন



আরও পড়ুন-'রাজনৈতিক সাহায্য ছাড়া কিছুই করা সম্ভব নয়', সুশান্তের পরিবারের অভিযোগের জবাব শেখরের


আগামী ২৪ জুলাই ডিজনি হটস্টারে মুক্তি পেতে চলেছে সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি 'দিল বেচারা'। যে ছবিতে সুশান্তের বিপরীতে অভিনয় করেছেন সঞ্জনা সঙ্ঘী। এছাড়াও ছোট্ট একটি ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে। আর এই ছবিতেই সুশান্তের সঙ্গে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কেও।


 প্রসঙ্গত, ও একই সেমিনারে বলিউডে স্বজনপোষণ বিতর্ক নিয়েও মুখ খুলেছেন সইফ। তাঁর কথায়, ''দেশে যে বৈষম্য রয়েছে সেটা অবশ্য বিশ্লেষণ করা উচিত। স্বজনপোষণ, পক্ষপাতিত্ব, শিবির, এগুলি সবই বিভিন্ন বিষয়। আমি নিজেও স্বজনপোষণের শিকার হয়েছিলাম, কিন্তু তখন কেউ এই বিষয়টা নিয়ে কথাই বলেনি। তখন ফিল্ম ইনস্টিটিউট থেকে আসা ছেলেমেয়েরা পুরোভাগে থাকত, সেগুলি খুশি হয়েই দেখেছি। এই বৈষম্য নিয়ে যখন কথা হয়, যখন যোগ্যতার পক্ষে কথা হয়, তখন সেগুলি স্বাগত জানাই।''