সুশান্তের ভিসেরা রিপোর্ট ''পূর্ব নির্ধারিত ছিল'', মনে করছেন শেখর সুমন
তাঁর কথায়, সুশান্তের এই ভিসেরা রিপোর্ট ''পূর্ব নির্ধারিত ছিল''।
নিজস্ব প্রতিবেদন : পুলিসের হাতে এসেছে সুশান্ত সিং রাজপুতের ভিসেরা রিপোর্ট। সেই রিপোর্ট নিয়েই এবার প্রশ্ন তুললেন শেখর সুমন। তাঁর কথায়, সুশান্তের এই ভিসেরা রিপোর্ট ''পূর্ব নির্ধারিত ছিল''।
সুশান্তের ভিসেরা রিপোর্ট বলছে সুশান্তের শরীরে কোনওরকম সন্দেহজনক কিছুই মেলেনি। কোনও রায়ায়নিক পদার্থ বা বিষাক্ত কিছুই পাওয়া যায়নি। বুধবার সন্ধেয় জে জে হাসপাতাল থেকে সুশান্তের ভিসেরা রিপোর্ট পাঠানো হয় পুলিসের কাছে। এই রিপোর্ট সামনে আসতেই শেখর সুমন লেখেন, ''SSR-এর ভিসেরা রিপোর্টে বলা হচ্ছে সন্দেহজনক কিছুই নেই। আমরা কি অবাক হয়েছি? এটির পূর্বাভাস আগেই পাওয়া গিয়েছিল''
আরও পড়ুন-সুশান্তের মৃত্যুতে পুলিসের হাতে এল ভিসেরা রিপোর্ট, মিলল না কোনও বিষের সন্ধান
The viscera report of SSR has come and it says there is no foul play.Are we surprised?It was a foregone conclusion.#justiceforSushantforum #CBIEnquiryForSushantSinghRajput
— Shekhar Suman (@shekharsuman7) July 2, 2020
আরও একটি টুইটে শেখর সুমন লেখেন, ''আমার দাবি এখনও একই রয়ে গিয়েছে। এত সহজে বিষয়টা ছেড়ে দেওয়ার পাত্র আমি নই। আমি সুশান্তের মৃত্যুর CBI তদন্ত চাই। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুরো বিষয়টা দ্রুত পৌঁছে দিতে চাই।'' তিনি আরও লেখেন, ''আমার রাজনীতিতে আসার কোনও ইচ্ছা বা প্রবণতা নেই। যদি আমার পছন্দের কথা বলা হয়, তাহলে আমি রাজনীতি থেকে দশফুট দূরে থাকতে চাই। সুশান্তের মৃত্যুর বিচারের জন্য আমি যেভাবে এগোচ্ছি, তাতে কিছু লোকজন বাধা দেওয়ার চেষ্টা করছে। '' শেখর শেষ টুইটে লেখেন, ''আমি দুঃখিত যে আমি ওদের বিবেককে জাগ্রত করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওদের আসলে কোও বিবেকই নেই। ''
My stand my demand remains the same..im not a quitter..im not a twitter https://t.co/Nf9nSVCFxz going ahead with #justiceforSushantforum #CBIForSushantSinghRajput im doing my best to take this up with the Home minister of our country to speed up the process.
— Shekhar Suman (@shekharsuman7) July 2, 2020
I've no taste for politics,no inclination,no aptitude,no temperament.if given the choice i wdn't like to touch it with a ten feet barge pole.ppl are trying hard to stop me from going ahead with #justiceforSushantforum by insinuating ive political ambitions.
— Shekhar Suman (@shekharsuman7) July 2, 2020
Im sorry i said im going to awaken their conscience.i forgot they have no conscience in the first place.#justiceforSushantforum
— Shekhar Suman (@shekharsuman7) July 2, 2020
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে যাতে CBI তদন্তের দাবি জোড়ালো হয়, সেকারণে সম্প্রত RJD-র দ্বারস্থ হয়েছিলেন শেখর সুমন। পাটনায় RJD-র তরফে ডাকা সাংবাদিক সম্মেলনে উপস্থিতও ছিলেন শেখর। তিনি সে প্রসঙ্গে জানান, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে তিনি দেখা করতে চেয়েছিলেন, তবে COVID-19-র প্রকোপের কারণে দেখা করা যায়নি তবে RJDর তরফে তেজস্বী যাদব এবিষয়ে আমাকে সাহায্যে জন্য প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুন-'রাজনৈতিক সাহায্য ছাড়া কিছুই করা সম্ভব নয়', সুশান্তের পরিবারের অভিযোগের জবাব শেখরের