TRP, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার মানেই ধারাবাহিকের ভাগ্য নির্ধারণের দিন। সেই মতো এই সপ্তাহে হাতে এলো ছোটপর্দার রিপোর্ট কার্ড। সব ধারাবাহিকের নম্বরই কমেছে, তবে ক্রমশই এই তালিকায় পিছিয়ে পড়ছে দীর্ঘদিন শীর্ষে থাকা ধারাবাহিক মিঠাই। গত সপ্তাহে এই ধারাবাহিক ছিল পঞ্চম স্থানে, কিন্তু এই সপ্তাহে প্রথম পাঁচেই জায়গা পেল না মিঠাই। অন্যদিকে সদ্য শুরু হওয়া খুব তাড়াতাড়িই উঠে এসেছে সেরার দৌড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা


এই সপ্তাহে ৭.৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে গৌরী এলো। যদিও শীর্ষে থাকার জন্য এই নম্বর অনেকটাই কম। দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। অল্প নম্বরের ব্যবধানে এই ধারাবাহিক পেয়েছে ৭। তৃতীয়স্থানে জায়গা করে নিয়ে ফুলঝুড়ি মানে ধুলোকণা। তার প্রাপ্ত নম্বর ৬.৭। স্লট হারিয়েছে মিঠাই ও গাঁটছড়া দুই ধারাবাহিকই। দীর্ঘদিন শীর্ষস্থান নিয়ে লড়াই চলত যে দুই ধারাবাহিকের, তাদের দুজনেরই ঠাঁই হয়নি প্রথম তিনে। ৬.৫ নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে গাঁটছড়া ও অল্প ব্যবধানে ৬.১ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে খেলনা বাড়ি।


আরও পড়ুন-Deepika-Ranveer: দাম্পত্য কলহ! বিচ্ছেদের পথে দীপবীর? সত্যিটা সামনে আনলেন দীপিকা...


এক নজরে দেখে নেওয়া যাক সেরা দশের তালিকা...


প্রথম- গৌরী এলো (৭.৫) 


দ্বিতীয়- জগদ্ধাত্রী (৭.০)


তৃতীয়- ধুলোকণা (৬.৭)


চতুর্থ- গাঁটছড়া (৬.৫)


পঞ্চম- খেলনা বাড়ি (৬.১)


ষষ্ঠ- আলতা ফড়িং (৫.৯)


সপ্তম- মাধবীলতা (৫.৮)


             মিঠাই (৫.৮)


অষ্টম- অনুরাগের ছোঁয়া (৫.৭)


নবম- নবাব নন্দিনী (৫.৪)


দশম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৫.৩)


আরও পড়ুন-Karwa Chauth 2022: বলিউডের ব্যতিক্রমীরা! করবা চৌথে উপোস করলেন না যে তারকা ঘরণীরা


প্রথম পাঁচ থেকে বাদ পড়ে সপ্তম স্থানে কোনও মতে জায়গা পেয়েছে মিঠাই। দিনের পর দিন নম্বর কমাতেই মন খারাপ মিঠাইয়ের ফ্যানেদের। তবে নম্বর বেড়েছে রিয়ালিটি শো দিদি নম্বর ওয়ান, সারেগামাপা ও রান্নাঘরের। সব মিলিয়ে এই সপ্তাহে স্টার জলসার থেকে খানিক এগিয়ে রয়েছে জি বাংলা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)