জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডে তখন স্ট্রাগল করছেন গোবিন্দা (Govinda), সেই সময়েই বিয়ে করেন সুনীতাকে (Sunita Ahuja)। সেই সময় সুনীতার বয়স ছিল মাত্র ১৮ বছর। জামাইয়ের ভালো রোজগার নেই, বিয়েতে রাজি ছিলেন না সুনীতার বাবা। এমনকী মেয়ে জামাইকে আশীর্বাদ করতেও আসেননি তিনি। বিয়ের কথা অনেকদিন গোপন করেছিলেন গোবিন্দাও। পাছে বিবাহিত অভিনেতার ফ্যান ফলোয়িং কমে না যায়। বেশ কয়েকবছর পর জানা যায় গোবিন্দার স্ত্রীর কথা। সম্প্রতি তাঁর একটি সাক্ষাত্‍কার ঘিরে তৈরি হয়েছে জল্পনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- TV Actor: কথা বলতে বলতেই সেটে আচমকা অজ্ঞান! আইসিইউতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান...


রোমান্স থেকে কমেডি থেকে ডান্সিং স্টার হতে বেশি সময় লাগেনি গোবিন্দার। ১৯৯০-এর দশক থেকে আজ পর্যন্ত তিনি একইরকম জনপ্রিয়। তাঁর কমেডি, রোমান্স এবং নাচের অসাধারণ দক্ষতায় বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিত গোবিন্দা। সম্প্রতি চর্চার কেন্দ্রবিন্দুতে গোবিন্দার ব্যক্তিগত জীবন। অভিনেতার স্ত্রী সুনীতা আহুজা সম্প্রতি এক সাক্ষাত্‍কারে বলেন, “আমাদের দুটি বাড়ি আছে, আমাদের অ্যাপার্টমেন্টের সামনে একটি বাংলো রয়েছে। আমি এবং আমার সন্তানরা অ্যাপার্টমেন্টে থাকি, গোবিন্দা বাংলোয় থাকেন। সে যখন তার কাজের জন্য দেরি করে, তখন আমাদের দুজনের মধ্যে যোগাযোগ একটু কম হয়।”


আরও পড়ুন- Ranieeta Dash: ১৮ দিন ভেন্টিলেশনে, কিন্তু শেষরক্ষা হল না! কাছের মানুষকে হারিয়ে শোকে পাথর রণিতা...


সুনীতা আরও বলেন, “গোবিন্দা সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকে এবং তার রোম্যান্সের জন্য কোন সময় নেই। আমি তাকে বলেছি, ‘আগামী জীবনে যেন আমার স্বামী না হয়।’ সে কখনো ছুটিতে যায় না, আমি এমন একজন যে আমার স্বামীর সাথে রাস্তায় পানি-পুরি খেতে চাই, কিন্তু সে কখনোই তা করতে চায় না। আমরা ৩৭ বছর ধরে একসঙ্গে আছি, তবে এখন জানি না সে কীভাবে বদলে গেছে। তার বয়স ৬০ বছর পেরিয়ে গেছে, আর এখন সে বেশি কিছু করে না। আমি কিছুটা ভয় পেতে শুরু করেছি, কারণ তার বয়স বেড়ে গেছে এবং সে আগের মত কাজের মধ্যে ডুবে থাকে না। আগে মনে হতো, আমি নিরাপদ, কিন্তু এখন আমি জানি না। হয়তো তার বয়সের কারণে সে কিছু ভুল পথে চলে যাচ্ছে, কিন্তু আমি জানি না।” তবে বিচ্ছেদের কথা সরাসরি কিছু বলেননি সুনীতা। 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)