TV Actor: কথা বলতে বলতেই সেটে আচমকা অজ্ঞান! আইসিইউতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান...

Farhan Hospitalised: সাফা কবিরের সঙ্গে একটি নাটকের শুটিং করছিলেন অভিনেতা। সেই সেটেই ফারহান হঠাৎ জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাঁকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় আইসিসিইউতে। 

Updated By: Jan 4, 2025, 08:29 PM IST
TV Actor: কথা বলতে বলতেই সেটে আচমকা অজ্ঞান! আইসিইউতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা (Tv Actor) মুশফিক আর ফারহান (Farhan)।  ফারহান তরুণ প্রজন্মের দর্শকদের কাছে জনপ্রিয় নাম। তাঁর বেশির ভাগ নাটকই ইউটিউব ট্রেন্ডিংয়ে থাকে। গত বছরের বাংলাদেশের সেরা ১০ নাটকের ৩টিই ছিল ফারহান অভিনীত। তাঁর অসুস্থতার খবরে চিন্তিত অনুরাগীরা। 

আরও পড়ুন- Tahsan Marriage: মিথিলা অতীত, রোজার 'মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন'! বিয়ে করলেন তাহসান...

শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতেই তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। মুশফিক আর ফারহানের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে,  সাফা কবিরের সঙ্গে একটি নাটকের শুটিং করছিলেন অভিনেতা। সেই সেটেই ফারহান হঠাৎ জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাঁকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়।

পরিচালক তৌফিকুল ইসলাম বাংলাদেশের সংবাদমাধ্যমে বলেন, ‘রাত সাড়ে নয়টার দিকে ফারহান ভাই অসুস্থ হয়ে পড়েন। রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেই থেকেই সঙ্গে রয়েছি। ভাইয়ের পরিবারের সবাই রয়েছেন। ভর্তির পর জানতে পেরেছি, রাতেই প্রেশার ফল করার কারণে সমস্যা হয়। প্রেশার ৫০/৭০–এ নেমে এসেছিল। প্রেশার বাড়ছিল না। তবে সেই অবস্থা থেকে এখন কিছুটা ভালো।’

আরও পড়ুন- Ranieeta Dash: ১৮ দিন ভেন্টিলেশনে, কিন্তু শেষরক্ষা হল না! কাছের মানুষকে হারিয়ে শোকে পাথর রণিতা...

ফারহানের সহ–অভিনেতা জয়নাল জ্যাক বলেন, ‘গতকাল রাতেও সুস্থ ছিলেন ফারহান। বাসায় বোনের সঙ্গে কথা বলছিলেন আর পরিচালক রুবেল আনুশের নাটকের শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। যত দূর শুনেছি, কথা বলতে বলতেই হঠাৎ বেহুঁশ হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতেই তাঁকে দেখতে গিয়েছিলাম। রাতে ধারণা করা হচ্ছিল, তাপমাত্রা কমে যাওয়ার কারণেই এই অসুস্থতা দেখা দিতে পারে।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.