জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নয়ের দশকের অন্যতম জনপ্রিয় নায়ক গোবিন্দা (Govinda)। অভিনয়ের পাশাপাশি নাচে-রোমান্সে-কমেডিতে গোবিন্দা খুব কম সময়েই সাফল্যের সিঁড়ি বেয়ে শীর্ষে উঠেছে গোবিন্দা। এবার সেই জুতোয় পা গলাতে চলেছেন গোবিন্দার ছেলে যশবর্ধন আহুজা (Yashbardhan Ahuja)। বাবার মতোই খুব শীঘ্রই বলিউডে পা রাখছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Atul Subhash Suicide Case: নাতিকে ফিরে পেতে 'সুপ্রিম' দ্বারে অতুলের মা, ৩ রাজ্য তোলপাড়ের নির্দেশ...


পিঙ্কভিলার দাবি, নাম ঠিক না হওয়া প্রেমের গল্প নিয়ে তৈরি হবে সেই ছবি। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “প্রেমের গল্প নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সাই রাজেশ নির্মাণ করছেন নাম ঠিক না হওয়া একটি সিনেমা। এ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন গোবিন্দার দ্বিতীয় প্রজন্ম। সিনেমাটির জন্য গোবিন্দা পুত্র যশবর্ধন অডিশন দিয়েছিলেন এবং নিজ যোগ্যতায় নির্বাচিত হয়েছেন। এটি প্রযোজনা করবেন মধু মন্তেনা, আল্লু অরবিন্দ এবং এসকেএন ফিল্মস।”


এই ছবিতে কে হতে চলেছে যশবর্ধনের নায়িকা? এ প্রসঙ্গে সূত্রটি বলেন, “সিনেমাটিতে যশবর্ধনের বিপরীতে কে অভিনয় করবেন, তাকে খুঁজে পেতে অডিশন পরিচালনা করছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। এরই মধ্যে অডিশনের ১৪ হাজার ভিডিও ক্লিপ হাতে পেয়েছেন তিনি। তবে খুব দ্রুত নায়িকা নির্বাচন চূড়ান্ত করবেন। কারণ ২০২৫ সালের গ্রীষ্মে সিনেমাটির শুটিং শুরু করবেন নির্মাতারা।”


আরও পড়ুন- Dev | Khadaan: ঐতিহাসিক! রিলিজের আগেই নজির গড়ল দেবের 'খাদান'...


সুনীতা আহুজার সঙ্গে ৩৬ বছরের দাম্পত্য জীবনে গোবিন্দার দুই সন্তান— মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন। ইতোমধ্যেই রুপালি জগতে নাম লেখিয়েছেন গোবিন্দার মেয়ে টিনা আহুজা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’ সিনেমায় দেখা গেছে তাঁকে। এবার পালা ছেলের। তবে বাবার নাম ভাঙিয়ে অভিনেতা হতে চান না যশবর্ধন। এই জন্য যথাযথ অডিশন দিয়েই নিজের জন্য কাজ খুঁজেছেন তিনি। 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)