নিজস্ব প্রতিবেদন: বলিউডে এখন গুঞ্জন, রণবীর সিং দীপিকা নাকি মা হতে চলেছেন!  হ্যাঁ এমনটাই নাকি বলছেন অনেকে। সঞ্জয়লীলা বনশালির 'পদ্মাবত'-এর পর দীপিকা আর কোনও সিনেমার কাজেও হাত দেননি।বিয়ের পরও দীপিকা এখনও কোনও কাজ শুরু করেননি। যদিও রণবীর কিন্তু সিনেমার শ্যুটিং চালিয়ে যাচ্ছেন। তাই দীপিকার মা হওয়ার গুঞ্জন এসেই পড়েছে। এবার এবিষয়ে নিজেই মুখ খুললেন দীপিকা নিজেই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, বিয়ের পর অভিনেত্রীদের মা হওয়ার গুজব খুব সহজেই ছড়িয়ে পড়ে। যদিও সবক্ষেত্রে এবিষয়টি সত্যি নয়। কিছুদিন আগে অনুষ্কা শর্মাও মা হতে চলেছেন বলে একটি খবর ছড়িয়ে পড়েছিল। পড়ে জানা গেল, অনুষ্কা মা হচ্ছেন না, তিনি অসুস্থ, স্লিপডিস্কের সমস্যায় ভুগছেন। একই ভাবে দীপিকার ক্ষেত্রেও তেমনই একটি গুজব ছড়িয়ে পড়ে। 'পিঙ্কভিলা'-কে দেওয়া এক সাক্ষাৎকারে এবিষয়ে নিজেই মুখ খোলেন দিপ্পি। তাঁর কথায়, '' আমার মনে হয় না এধরনের বিষয়, বা খবরে সাফাই দেওয়া বা উত্তর দেওয়ার কিছু আছে বলে। যখনই কোনও ব্যক্তি পাবলিক ফিগার হয়ে ওঠে তখনই তাঁদের নিয়ে নানান খবর ছড়াতে থাকে। এধরনে ব্যক্তিদের নিয়ে বিভিন্ন সময়, বিভিন্ন কিছু নিয়ে জল্পনা চলতেই থাকে। কখনও কখনও হয়ত এই জল্পনার কোনওটা সত্যিও হয়, তবে কখনও কখনও এটা একেবারেই ভুল প্রমাণিত হয়। যেমন এই বিষয়টা (দীপিকার মা হওয়ার খবর) এক্কেবারেই ভুল, সত্যি নয়। আমার মনে হয়না এটি যে গুজব, সেটা প্রমাণ করার জন্য কোনও কিছু ব্যখ্যা করার প্রয়োজন রয়েছে। আমাদের এভাবেই চলতে হয়।''



মা হওয়ার প্রসঙ্গে দীপিকা বলেন, ''যখন এটা হওয়ার এটা হবে। বিয়ের পর মা হওয়ার প্রসঙ্গ এসেই যায়। আমাকেও অনেক এমন মানুষই মা হওয়ার কথা বলছেন, বিশেষ করে যাঁদের সন্তান রয়েছে। হ্যাঁ, এটা ঠিক এটা কখনও না কখনও ঘটবেই (মা হওয়া প্রসঙ্গে) তবে আমার মনে হয় না, সারাক্ষণ একজন মহিলাকে এবিষয়ে প্রশ্ন করতে থাকা ঠিক নয়। তবে আমার মনে হয় যখন এটা ঘটবে তখনই এই প্রশ্নটা বন্ধ হয়ে যাবে।''


কিছুদিন আগে রণবীরকে বাবা হওয়ার কথা জিজ্ঞাসা করা হলে রণবীর বলেন, বিয়ে করে শুরু করে সমস্ত সিদ্ধান্তই দীপিকার কথা মতো হয়েছে, দিপ্পি যা চেয়েছেন তিনি তাই করেছেন, কারণ দীপিকা নাকি সবসময় সঠিক সিদ্ধান্ত নেন। তাই এক্ষেত্রেও দীপিকা ইচ্ছা প্রকাশ করলেই তিনি বাবা হওয়ার সিদ্ধান্ত নেবেন। প্রসঙ্গত, দীপিকা তাঁর মধুচন্দ্রিমা সেরে এসেই মেঘনা গুলজারের ছবি 'ছপাক'-এর কাজ শুরু করবেন। যে ছবিতে অ্যাসিড আক্রান্ত মহিলা লক্ষ্মী আগরওয়ালের ভূমিকায় দেখা যাবে তাঁকে।