ওয়েব ডেস্ক: বলিউডের সেরাদের সেরারা, যারা অভিনয়ে জগৎ মাতিয়েছেন এবং মাতাচ্ছেন, তাঁদের পারিশ্রমিক কত? জানেন? শুধু শাহরুখ, আমির, সলমন নন যারা বলিউডের উঠতি এবং ইতিমধ্যেই সকলকে টেক্কা দিচ্ছেন, রনবীর 'স্কোয়ার', তাঁরা একটা সিনেমা করতে কত পারিশ্রমিক নেন? অভিনেত্রীদের মধ্যে কারা রয়েছেন, যাদের পারিশ্রমিক প্রথম দশ 'Higest Paid' দের মধ্যে থাকে? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বলিউড তারকাদের পারিশ্রমিকের তালিকা, জেনে নিন একনজরে-  


বলিউড তারকার নাম  পারিশ্রমিক(কোটিতে)  
সলমন খান     ৪০.৫০ কোটি
শাহরুখ খান    ৪০.৫০ কোটি
আমির খান  ৪০.৪৫ কোটি
অজয় দেবগন ৩৫.৪০ কোটি
অক্ষয় কুমার ৩৫.৪০ কোটি
রণবীর কাপুর ২০.২৫ কোটি
অমিতাভ বচ্চন  ২০ কোটি
কঙ্গনা রানওয়াত ১০.১২ কোটি
রণবীর সিং    ১০ কোটি
করিনা কাপুর ৮ কোটি