নিজস্ব প্রতিবেদন : ব্যালকনিতে দাঁড়িয়ে মা পিঙ্কি রোশন (Pinky Roshan), প্রাতঃরাশ টেবিলে বসে সেলফি তুললেন হৃত্বিক রোশন (Hrithik Roshan)। বুধবার সকালে তোলা ছবি পোস্ট করে হৃত্বিক লেখেন, ''আমার মায়ের সঙ্গে অলস প্রাতঃরাশের সময়। সুপ্রভাত। বুধবার, রবিবারের মতো সুন্দর অনুভূতি। এটা দেখে আপনিও নিজের মাকে গিয়ে জড়িয়ে ধরতে চাইবেন।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 বুধবার ইনস্টাগ্রামে শেয়ার করা এই ছবির মাধ্যমে মায়ের সঙ্গে সুন্দর মুহূর্ত অনুরাগীদের ভাগ করে নিতে চেয়েছিলেন হৃত্বিক (Hrithik Roshan)। তবে কিছু নেটিজেন এই ছবি থেকে অন্যকিছুই খুঁজে বের করে বসলেন।


আরও পড়ুন-Britney Spears: ১২ বছরের ছোট স্যামের সঙ্গে বাগদান উদযাপন, সোশ্যাল মিডিয়াকে বিদায়



আর এই ছবি দেখেই এক নেটিজেন কমেন্ট বক্সে লিখে বসেন, 'ভালো করে দেখুন হৃত্বিক বাড়ির স্যাঁতসেঁতে দেওয়াল।' সঙ্গে একটা মন খারাপের ইমোজি দিয়েছেন ওই নেটিজেন।  তবে নেটিজেনের এই কমেন্ট নজর এড়ায়নি অভিনেতার। তিনি পাল্টা লেখেন, ''আপাতত ভাড়া বাড়িতে আছি, খুব শীঘ্রই নিজের বাড়িতে ফিরে যাব।''



গত অক্টোবরেই জুহু-ভারসোভাকে  ৩টি ফ্লোর মিলিয়ে ১০০ কোটির অ্যপার্টমেন্ট কিনেছেন হৃত্বিক রোশন  (Hrithik Roshan)। তবে সেই অ্যপার্টমেন্টটি পুরোপুরি সাজানো গোছানো হয়ে ওঠেনি বলেই নাকি অভিনেতা ও তাঁর পরিবার আপাতত ভাড়া বাড়িতে থাকছেন বলে জানা যায়। হৃত্বিক যে অ্যপার্টমেন্টে ভাড়া রয়েছেন, সেখানে মাসিক কিস্তিতে ৮.২৫ লক্ষ টাকা ভাড়া দিতে হচ্ছে অভিনেতাকে। 


  (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)