নিজস্ব প্রতিবেদন: বিহারে করমুক্ত হল হৃত্বিকের 'সুপার থার্টি'। পাটনার গণিত শিক্ষক আনন্দ কুমারের জীবনকে তুলে ধরেছে এই ছবি। আর সেকারণেই সোমবার বিহার সরকারের তরফে ছবির করমুক্তির কথা ঘোষণা করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ১২ জুলাই মুক্তি পেয়েছে হৃত্বিক রোশন অভিনীত সুপার থার্টি। ওইদিনই সপরিবারে ছবিটি দেখতে গিয়েছিলেন বিহারের সহকারী মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী। তিনি ছবির প্রশংসাও করেন। সিনেমা শেষের পর হল ফেরত মন্ত্রীকে ঘিরে ধরেন সাংবাদিকরা। জানতে চান পাটনাবাসী গণিত শিক্ষকের বায়োপিককে বিহারে করমুক্ত করা হবে কিনা? তখন সুশীলজি জানিয়েছিলেন তিনি ভেবে দেখবেন। আর তার ঠিক পরদিনই এই ঘোষণা করা হল। 




আরও পড়ুন: ওয়েদার রিপোর্টার থেকে গোয়েন্দা, শান্তিলাল কি পারবেন 'প্রজাপতি রহস্য'র সমাধান করতে?


বলা বাহুল্য বক্স অফিসে সুপারহিট 'গ্রিক গড'-এর ছবি। মুক্তির তিনদিনের মধ্যেই ৫০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে এই ছবি। আনন্দ কুমারের চরিত্রে হৃত্বিকের অভিনয় বেশ ভাল। পাশাপাশি ম্রুণাল ঠাকুর, পঙ্কজ ত্রিপাঠী সহ অন্যান্য অভিনেতারাও নজর কেড়েছেন।