নিজস্ব প্রতিবেদন: ''আমি দরগাগুরুদুয়ারা, চার্চ, সবজায়গাতেই প্রার্থনায় অংশ নিয়ে থাকি।'' সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আক্রমণের এভাবেই জবাব দিলেন অভিনেতা আর মাধবন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার ছিল রাখি পূর্ণিমা ও অভনি অভিত্তম। এই উপলক্ষেই পৈতে ও সাদা ধুতি পরে ছেলে ও বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেন অভিনেতা আর মাধবন।। অথচ পিছনে দেখা যাচ্ছে যীশুর ক্রস। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আক্রমণের মুখে পড়তে হয় অভিনেতা আর মাধবনকে। তাঁকে 'নকল হিন্দু' বলে আক্রমণ করেন এক নেটিজেন। প্রশ্ন তোলা হয়ে ''আপনার বাড়ির মন্দিরে ক্রস কেন? আপনি আমার শ্রদ্ধা হারালেন। আপনি কি খ্রিস্টানদের চার্চে হিন্দুদের দেবতাকে খুঁজে পান? আপনি নাটক করছেন।''


আরও পড়ুন-'গুমনামী বাবা'য় নেতাজিকে নিয়ে ভুল তথ্যের অভিযোগে আইনি চিঠি সৃজিত মুখোপাধ্যায়কে



এদিকে সোশ্যাল মিডিয়ায় আর মধবনের বক্তব্যকে সমর্থন করেও টুইট করেছেন বেশকিছু নেটিজেন।





প্রসঙ্গত, অভিনেতা হিসাবে জনপ্রিয়তার পর এবার পরিচালনাতে আসতে চলেছেন অভিনেতা আর মাধবন। 


আরও পড়ুন-শুধু দাদা নয়, বৌদি নুসরতের হাতেও রাখি পরালেন নিখিলের দুই বোন