জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অধরাই ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। মেগাস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) ক্রিকেটের প্রতি ভালবাসা চিরকালের। ফাইনালের আগেই বিগ বি তাঁর ফ্যানেদের থেকে সর্তকতা পেয়েছিলেন যখন তিনি পোস্ট করেছিলেন যে টিম ইন্ডিয়া সবসময় জয়ী হয় যখন তিনি তাদের ম্যাচ না দেখেন। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের কয়েক ঘণ্টা পরেই তাঁর এই পোস্ট দেখা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত, টিম ইন্ডিয়া রবিবার অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে যায়, কোটি কোটি ভক্তের হৃদয় ভেঙে পড়ে। এইসবের মধ্যে, অমিতাভের নতুন পোস্ট ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়ে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Aindrila Sharma First Death Anniversary: ১ বছর পার! এই মার্চেই বিয়ে হওয়ার কথা ছিল সব্যসাচী- ঐন্দ্রিলার


অভিনেতা তাঁর এক্স অ্যাকাউন্টে ট্যুইট করে লেখেন,'কুছ ভি তো নাহি (কিছুই না)।' পোস্ট করার সঙ্গে সঙ্গেই কমেন্টের ঝড় ওঠে। বিগ বি-র পোস্টে এক নেটিজেন লেখেন, 'আপনি বলেছিলেন যে আপনি যখনই ম্যাচ দেখেন, দল হেরে যায়, তাই এবারে আপনি বিশ্বকাপে দেখতে চাননি।' আরেকজন বলেন, আপনি নিশ্চয় ম্যাচ দেখেছেন এবং এখন ভারত হেরে গিয়েছে।'



 


যদিও পরে অমিতাভ টিম ইন্ডিয়ার লড়াইকে কুর্নিশ জানিয়েছেন। তিনি ট্যুইটে লেখেন, টিম ইন্ডিয়া , গত রাতের ফলাফল যাই হোক না কেন, তোমাদের প্রতিভা, সামর্থ্যের অতুলনীয়, তোমাদের জন্য গর্বিত, ভাল কিছু ঘটবে, চালিয়ে যান।'



ইতিমধ্যে, করিনা কাপুর, ভিকি কৌশল, কাজল এবং অজয় ​​দেবগন সহ বেশ কয়েকজন বলি তারকারা  বিশ্বকাপ হারের পরে টিম ইন্ডিয়াকে উত্সাহিত করতে এগিয়ে আসেন। কাজল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে জাতীয় সঙ্গীত অনুষ্ঠানের সময় টিম ইন্ডিয়ার একটি ছবি শেয়ার করেন। এবং লেখেন, 'হারকর জিতনে ওয়ালে কো বাজিগর ক্যাহতে হ্যায়। ভালো খেলেছে টিম ইন্ডিয়া। আরেকটি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন।'


আরও পড়ুন: Salman Khan's Niece: বলিউডে পা রাখছেন সলমানের ভাগ্নি! কী বললেন ভাইজান?


করিনা কাপুর একটি ছোট নোটের সঙ্গে টিম ইন্ডিয়ার ছবি শেয়ার করেন। এবং ইনস্টাগ্রামে লেখেন, 'শুধু ভালোবাসা এবং সম্মান। টিম ইন্ডিয়ার কঠিন লড়াই কিন্তু ভাল খেলেছে।' অন্যদিকে  ভিকি লেখেন, 'এখনও সেরা দল। এই সিডব্লিউসি-তে টিম ইন্ডিয়া যে দক্ষতার সঙ্গে খেলেছে তা অসাধারণ। চিরকাল তোমাদের জন্য গর্বিত!'


শাহরুখ খানও ট্যুইট করে লেখেন, এই পুরো টুর্নামেন্টে ভারতীয় দল যেভাবে খেলেছে তা সম্মানের বিষয় এবং তারা দারুণ মনোভাব ও দৃঢ়তা দেখিয়েছে। এটি একটি খেলা এবং এখানে সবসময় একটি বা দুটি খারাপ দিন থাকবেই। দুর্ভাগ্যবশত আজ সেই দিন। কিন্তু ক্রিকেটের ঐতিহ্যকে বজায় রাখার জন্য টিম ইন্ডিয়াকে ধন্যবাদ। তোমরা গোটা দেশকে অনেক আনন্দ দিয়েছ। ভালবাসা এবং সম্মান, আমাদের গর্বিত করার জন্য।'


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)