নিজস্ব প্রতিবেদন: ইন্ডিয়ান আইডলে রানার আপ হলেন বনগাঁর মেয়ে অরুণিতা। দশ মাস বাড়ি ফিরেই রাখি বাঁধলেন  দাদার হাতে। সীমান্ত শহর বনগাঁ থেকে ২০১৮ কিলোমিটার দূরে মুম্বই শহর, তা জয় করে ঘরের মেয়ে ফিরল। বাড়ি ফেরার পর আনন্দে আত্মহারা, পরিবার, আত্মীয় স্বজন, পাড়ার মানুষেরা দু হাত ভরে আশীর্বাদ করেছেন ঘরের মেয়েকে। পরিবারের সঙ্গেই রাখি সেলিব্রেট করছেন অরুণিতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জি ২৪ ঘণ্টাকে দেওয়া সাক্ষাতকারে অরুণিতা বলেন, ‘শিখতে গিয়েছিলাম, জিতেছি সেটা আমার কাছে উপরি পাওনা। প্রতিটা এপিসোড আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। বর্ষীয়ান শিল্পীদের সান্নিধ্যে আসতে পেরেছি। তবে সবচেয়ে অবাক হয়েছিলাম আশা জিকে দেখে। আমি শুধু কাঁদছিলাম তাঁকে সামনে দেখে,আশা জি আমার কাছে বড় অনুপ্রেরণা। আমি ওই মুহূর্ত কোওদিনও ভুলতে পারব না।’


আরও পড়ুন:Kishmish: আবারও একসঙ্গে Dev-Ankush, শেষ হল ছবির প্রথম পর্বের শ্যুটিং


অরুণিতা আরও বলে-‘ওই মঞ্চে পারফর্ম করার সময় তাবড় তাবড় শিল্পীরা আমার গান শুনেছেন, সকলেই খুশি হয়েছেন। বর্ষীয়ান শিল্পীদের কাছ থেকে আমি আশীর্বাদ পেয়েছি, তাঁরা আমার গান ভালবেসেছেন সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। পরিবারও আমার সঙ্গে সবসময়, আমায় জিতে আসতেই হবে এমন কোনও চাপ দেন নি কোনওদিন।’


করণ জোহরের ছবিতে গান গাওয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তাব এসেছে অরুণিতার কাছে, চুক্তি হয়েছে তাঁর সঙ্গে। এছাড়াও কানাডা, লন্ডনে শোয়ের প্রস্তাবও পেয়েছেন ইতিমধ্য়েই। আপকামিং নানা প্রজেক্টে সাফল্য আনার লক্ষ্যে এগিয়ে যাওয়ার পরিকল্পনা অরুণিতার। দর্শকের উদ্যেশ্যে গান শোনানোর কথা বলতেই, অরুণিতার কণ্ঠে উঠে এল  ‘এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও।’


 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)